পশ্চিমবঙ্গ

west bengal

Punjab Assembly Election 2022 : পঞ্জাবের 86 আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, লড়ছেন চান্নি, সিধু

By

Published : Jan 15, 2022, 5:16 PM IST

আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2022) জন্য প্রথম কিস্তির প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ প্রাথমিকভাবে 86টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) এবং দলের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) ৷

congress releases first candidate list for punjab assembly election 2022
Punjab Assembly Election 2022 : পঞ্জাবের 86 আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, লড়ছেন চান্নি, সিধু

চণ্ডীগড়, 15 জানুয়ারি : পঞ্জাবের চমকওর সাহিব বিধানসভা কেন্দ্র (Chamkaur Sahib Constituency) থেকে ভোটে লড়বেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) ৷ শনিবার কংগ্রেসের প্রথম কিস্তির প্রার্থী তালিকা (Congress Candidate List) প্রকাশের পরই সামনে এল এই তথ্য ৷ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2022) জন্য এদিন মোট 86টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস রাজ্য নেতৃত্ব ৷

আরও পড়ুন :Punjab Assembly Election 2022 : নতুন দল গড়ে পঞ্জাবের ভোটে লড়বেন অন্নদাতারা

নির্বাচন সংক্রান্ত কংগ্রেসের যে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে, সেখানেও দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা পোস্ট করা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, দীর্ঘ বাদানুবাদ মিটিয়ে অবশেষে কংগ্রেসের টিকিটেই বাইশের বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন দলের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ তিনি লড়বেন অমৃতসর পূর্ব (Amritsar East) আসন থেকে ৷ এছাড়াও কাদিয়ান থেকে প্রতাপ সিং বাজওয়া এবং মনসা থেকে সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালা নির্বাচনের লড়াইয়ে নামছেন ৷

আরও পড়ুন :Kejriwal on AAP Electoral Success : চণ্ডীগড় পৌরনিগম নির্বাচনের ফল পঞ্জাবে পরিবর্তনের ইঙ্গিত, দাবি কেজরিওয়ালের

দলের অন্যান্য উল্লেখযোগ্য নেতার মধ্যে টিকিট পেয়েছেন নরেশ পুরী (সজনপুর), অমিত বিজ (পাঠানকোট), বরীন্দরজিৎ সিং (গুরদাসপুর), সুনীল দত্তি (অমৃতসর উত্তর), রাজকুমার বারকা (অমৃতসর পশ্চিম) এবং ওমপ্রকাশ সোনি (অমৃতসর মধ্য) ৷ প্রসঙ্গত, আগামী 14 ফেব্রুয়ারি ভোট হবে পঞ্জাবে ৷ ভোট হবে মোট 117টি আসনে ৷ ফল ঘোষিত হবে প্রায় একমাস পর আগামী 10 মার্চ ৷

ABOUT THE AUTHOR

...view details