পশ্চিমবঙ্গ

west bengal

কাশ্মীর ইশুতে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার আলোচনা, সমাধানের আশা ক্ষীণ

By

Published : Jan 16, 2020, 12:32 AM IST

শেষ ছয় মাসে দ্বিতীয়বার কাশ্মীর ইশুতে রুদ্ধদ্বার আলোচনায় বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ 370 ধারা প্রত্যাহার, কাশ্মীরে ইন্টারনেট বন্ধ, রাজনৈতিক কারণে গৃহবন্দি করে রাখার মতো ইশুগুলিকে আলোচনায় তুলতে পারে চিন ৷ এদিকে কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ফ্রান্স ৷

Kashmir Issue
ফাইল ছবি

দিল্লি, 15 জানুয়ারি : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় বসতে চলেছে ৷ কাশ্মীর ইশুতে এই নিয়ে গত ছয় মাসে দ্বিতীয়বার রুদ্ধদ্বার আলোচনা করছে নিরাপত্তা পরিষদ ৷ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র (যাদের ভেটো প্রয়োগ করার অধিকার আছে) ও দশটি অস্থায়ী সদস্য দেশ নিউ ইয়র্কে ওই আলোচনায় অংশ নেবে ৷ অনুমান করা হচ্ছে, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার ফলে কাশ্মীরের সার্বিক পরিস্থিতির ইশুটি আলোচনায় তুলতে পারে চিন ৷

পাকিস্তানের পক্ষ নিয়ে চিন কাশ্মীরে ইন্টারনেট বন্ধ ও রাজনৈতিক কারণে গৃহবন্দি করে রাখার মতো ইশুগুলি নিয়েও আলোচনা করতে পারে ৷ তবে, এই আলোচনা থেকে কোনও দিকনির্দেশ বা সমাধান আসার সম্ভাবনা নেই বললেই ভালো হয় ৷ এই রুদ্ধদ্বার আলোচনায় যে বিষয়গুলি উঠবে তার পুরোটাই নিরাপত্তা পরিষদের সভায় আলোচিত বিষয়সূচি হিসেবে নথিভুক্ত করা হবে ৷ মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরেই গত বছরের অগাস্টে নিরাপত্তা পরিষদের আলোচনাতেও এই একই ঘটনা ঘটেছিল ৷

অন্যদিকে ফ্রান্স আগেই জানিয়ে দিয়েছিল কাশ্মীর হল ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু ৷ এ'বারও ফ্রান্স নিজেদের সেই সিদ্ধান্তেই অনড় থাকবে বলে জানা গেছে ৷ ফ্রান্সের সরকারি সূত্রে বলা হয়েছে, "আলোচনায় কাশ্মীর ইশু আরও একবার উত্থাপন করার জন্য ফ্রান্সকে অনুরোধ করেছে নিরাপত্তা পরিষদের এক সদস্য রাষ্ট্র (চিন) ৷ তবে, ফ্রান্সের এ'বিষয়ে অবস্থান স্পষ্ট এবং এটা পরিবর্তন হবে না ৷ কাশ্মীর ইশু একমাত্র দ্বিপাক্ষিক স্তরেই সমাধান সম্ভব ৷ এ'কথা আমরা আগেও বহুবার বলেছি ৷ "

নতুন বছরের শুরুতে গত শুক্রবার কাশ্মীর ইশু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ ৷ অ্যামেরিকা, নরওয়ে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত-সহ বিদেশি দূতেদের জম্মু সফরের ঠিক পরের দিনই মোদির সঙ্গে কথা হয় ফ্রান্সের প্রেসিডেন্টের ৷ ফ্রেঞ্চ প্রেসিডেনশিয়াল প্যালেসের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, "ভারত ও ফ্রান্সের সুসম্পর্কের উপর ভিত্তি করে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷ ফ্রান্স এই বিষয়ের (কাশ্মীর পরিস্থিতি) দিকে নজর রাখছিল ৷"

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির রাষ্ট্রদূতদেরকেও জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পরিদর্শনে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে ভারত সরকার ৷ ওই প্রতিনিধি দলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতও থাকবেন বলে অনুমান করা হচ্ছে ৷ কিছুদিন আগেই জানা গিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা রাজি হচ্ছেন না কারণ তাঁরা কাশ্মীরের সাধারণ মানুষ ও গৃহবন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বিনা বাধায় কথা বলতে চেয়েছিলেন ৷ তবে, এই কানাঘুষো উড়িয়ে দিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনও কথাবার্তা চলছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে এবং রাষ্ট্রদূতেরা যাতে পরিদর্শনে যেতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে ৷

New Delhi, Jan 15 (ANI): Prime Minister Narendra Modi met Iran's Foreign Minister Javad Zarif on January 15 in Delhi. Zarif is on India visit to attend 'Raisina Dialogue 2020'. 13 Foreign Ministers including that of Russia, Australia, Denmark and Hungary are also here for participating in the annual geo-political and geo-economic summit.

ABOUT THE AUTHOR

...view details