পশ্চিমবঙ্গ

west bengal

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে 29

By

Published : Jan 1, 2021, 6:56 PM IST

সম্প্রতি ব্রিটেনে এই নতুন কোরোনা স্ট্রেনের খোঁজ পাওয়া যায় । এই স্ট্রেন আগের তুলনায় 75 শতাংশ বেশি সংক্রামক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে।

Mutant Covid Strain Detected In India Reaches 29
দেশে কোরোনার নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 29

দিল্লি, 01 জানুয়ারি: কোরোনার নতুন স্ট্রেন ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে দেশে । আজ আরও চারজনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 29।

সম্প্রতি ব্রিটেনে এই নতুন কোরোনা স্ট্রেনের খোঁজ পাওয়া যায় । এই স্ট্রেন আগের তুলনায় 75 শতাংশ বেশি সংক্রামক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে ।

ইতিমধ্যেই দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে । কলকাতায় আজ ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন:কোভিশিল্ড-এ ছাড়পত্র দিল স্বাস্থ্যমন্ত্রক

এখনও পর্যন্ত দেশে 1.02 কোটি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 256 জনের ।

ABOUT THE AUTHOR

...view details