পশ্চিমবঙ্গ

west bengal

ভারতের স্যানিটারি ন্যাপকিনেও বিদেশ নির্ভরতা !

By

Published : Jul 30, 2020, 5:54 PM IST

Sanitary napkin
Sanitary napkin ()

ভারতে প্রায় 365 মিলিয়ন মহিলা ঋতুমতী হলেও স্যানিটারি প্যাডের জন্য বিদেশি আমদানির উপরই নির্ভর করতে হয়। ভারতে বিক্রি হওয়া অধিকাংশ স্যানিটারি ন্যাপকিনই বিদেশ থেকে আমদানিকৃত কিংবা ভারতে তৈরি ন্যাপকিনগুলিও বিদেশি যন্ত্রপাতি ও কাঁচামালের ব্যবহারেই তৈরি।

হায়দারাবাদ, 30 জুলাই: মহিলাদের ঋতুচক্র নিয়ে দীর্ঘদিন ধরেই রাখঢাক রয়েছে। বর্তমান সময়ে ভারতীয় নারীরা কিছুটা হলেও ঋতুস্রাব নিয়ে খোলামেলা হয়েছেন এবং স্যানিটারি প্যাডের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই স্যানিটারি প্যাড তৈরির প্রক্রিয়াকরণ। ভারতে বিক্রি হওয়া অধিকাংশ স্যানিটারি ন্যাপকিন বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি ও কাঁচামাল দিয়ে তৈরি হয়।

বিভিন্ন মাল্টিন্যাশনাল কম্পানি ভারতের স্যানিটারি প্যাডের বাজারের একাংশ দখল করে রেখেছে। "ফেমিনিন হাইজিন প্রোডাক্ট মার্কেট ইন ইন্ডিয়া 2019"-র রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যানিটারি প্যাডের বাজারের অধিকাংশই হুইসপার ব্র্যান্ডের দখলে, বাজারের 51.4 শতাংশই এই ব্র্যান্ডের দখলে রয়েছে। এরপরই রয়েছে জনসন এন্ড জনসনের স্টেফ্রি এবং কিম্বার্লি- ক্লার্কের কোডেক্স। বাকি প্রতিযোগীদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশীয় কম্পানি, যেমন সরল ডিজাইন, শুদ্ধ প্লাস হাইজিন প্রোডাক্টস, সিরোনা হাইজিন, সাথী প্যাড ও অন্যান্য। অধিকাংশ মাল্টিন্যাশনাল কম্পানিগুলি ইউরোপ থেকে হাই স্পিড স্যানিটারি প্যাড মেশিন আমদানি করে পণ্য উৎপাদন করে। প্রায় 40 কোটি টাকা মূল্যের এই মেশিনগুলি প্রতি মিনিটে 600 থেকে 1200 প্যাড তৈরি করতে পারে। চিনও এই ধরনের হাই স্পিড তৈরি করে, যার বাজার মূল্য 5 থেকে 10 কোটি টাকা। বহু ভারতীয় কম্পানি এই মেশিনগুলি ব্যবহার করে।

মুম্বাইয়ের হার্ডওয়ার স্টার্টআপ কোম্পানি সরল ডিজাইনের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার কার্তিক মেহেতা ETV ভারতকে জানান, " ভারতের বর্তমানে এই ধরনের হাইস্পিড মেশিন প্রস্তুতকারক নেই। তার ফলে মেশিনগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়। " অরুণাচলম মুরুগানানাথমের ( যার জীবনের উপর ভিত্তি করে প্যাডম্যান সিনেমাটি তৈরি) তৈরি স্বল্প খরচে স্যানিটারি প্যাড তৈরির মেশিনের ডিজাইন ব্যবহার করেই সরল ডিজাইন সেমি অটোমেটিক স্যানিটারি প্যাড তৈরির মেশিন প্রস্তুত করে।

কার্তিক মেহেতা জানান, সরল ডিজাইনের তৈরি সেমি অটোমেটিক মেশিনগুলি মূলত জেলাভিত্তিক ব্যবসায়ীরাই কিনে থাকেন। এই কোম্পানির তৈরি সর্বোচ্চ বিক্রিত মেশিনের দাম 25 লাখ টাকার কাছাকাছি এবং এটি প্রতি মিনিটে 16টি প্যাড তৈরি করতে পারে। অন্যদিকে, সিরোনা হাইজিন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা দীপ বাজাজ জানান, তাদের সংস্থার তৈরি পরিবেশবান্ধব প্যাডগুলি ভারতে তৈরি হয় না, সরাসরি ইউরোপ ও চিন থেকে আমদানি করা হয়। তিনি বলেন, " ভারতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে প্যাড তৈরি করা কষ্টসাধ্য। আমরা প্যাড তৈরির মেশিন আমদানি করলেও, বাঁশের মতো বিভিন্ন কাঁচামাল চিন থেকেই আমদানি করতে হবে। "

অধিকাংশ স্যানিটারি প্যাড সেলুলোজ ব্যবহার করে তরল শোষক হিসেবে তৈরি করা হয়। এই সেলুলোজ কাঠের টুকরো এবং বাঁশ থেকে পাওয়া যায়। কম দামে এবং ভালো মানের সেলুলোজের জন্যও ভারতীয় প্রস্তুতকারক সংস্থাগুলি চিনের উপর নির্ভর করে। এই বিষয়ে দীপ বাজাজ বলেন, " ভারতে বাঁশ উৎপাদিত হলেও তাদের মানের উপর ভরসা করা যায় না। "

স্যানিটারি প্যাডের মতো অতি প্রয়োজনীয় হাইজিন প্রোডাক্টের জন্যও আমদানির উপর নির্ভরশীলতা ভারতের কাছে একটি লাল পতাকা। দেশীয় উপাদান ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন তৈরির পরিবেশ তৈরি করতে ব্যর্থ সরকার। কাঁচামালের যোগান এবং দেশীয় মেশিন তৈরির মাধ্যমেই একমাত্র আমদানি কমিয়ে আত্মনির্ভর হয়ে উঠতে পারে ভারত। কতদিন অবধি ভারতের 365 মিলিয়ন মহিলা সাধ্যের মধ্যে উন্নত মানের স্যানিটারি প্যাড ব্যবহারের জন্য বিদেশি আমদানির উপরই নির্ভর করবে।

ABOUT THE AUTHOR

...view details