পশ্চিমবঙ্গ

west bengal

সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা ফরিদাবাদের DCP-র

By

Published : Aug 14, 2019, 11:25 AM IST

সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন হরিয়ানার ফরিদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) বিক্রম কাপুর (59) । পুলিশের তরফে একথা জানানো হয়েছে ।

বিক্রম কাপুর

ফরিদাবাদ (হরিয়ানা), 14 অগাস্ট : সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন হরিয়ানার ফরিদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) বিক্রম কাপুর (59) । পুলিশের তরফে একথা জানানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে, আজ সকালে সেক্টর 30-র পুলিশ লাইনের বাসভবনে বিক্রম কাপুর সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন । স্ত্রীর সাথে থাকতেন তিনি । বিক্রম কাপুর ফরিদাবাদের (DCP NIT) পদে নিযুক্ত ছিলেন । সামনের বছরেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল ।

তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন যে বন্দুকের শব্দ শুনে তিনি বেডরুমে যান । তারপর দেখেন বিছানায় পড়ে রয়েছেন বিক্রম কাপুর । গোটা বিছানায় ছিল রক্ত । রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) নবদীপ সিং ভির্ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, বিক্রম কাপুরের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি ।

New Delhi, Aug 12(ANI): Security measures at the Delhi Metro have been beefed up with the induction of fresh Central Industrial Security Force (CISF) and local police personnel. CCTV cameras are being thoroughly inspected ahead of the Independence Day, DCP of metro said. He also continued that a normal citizen is also a part of their force, so if they see any unusual item or suspicious person, they can contact on the helpline number or can also contact CISF forces.

ABOUT THE AUTHOR

...view details