পশ্চিমবঙ্গ

west bengal

ফেসবুক ইন্ডিয়াকে সমন পাঠাল দিল্লি বিধানসভার শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি

By

Published : Sep 12, 2020, 7:25 PM IST

Updated : Sep 12, 2020, 7:33 PM IST

কমিটির তরফে অভিযোগ করা হয়েছে , এটি দিল্লির শান্তি বিঘ্নিত করেছে । আপ বিধায়ক রাঘব চাধার নেতৃত্বাধীন কমিটি ১৫ সেপ্টেম্বর অজিত মোহনকে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছে।

Facebook
Facebook india

দিল্লি, 12 সেপ্টেম্বর : বিদ্বেষমূলক বক্তব্য রোধে নিয়ম প্রয়োগে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি বিধানসভার শান্তি ও শৃঙ্খলা রক্ষা কমিটি ফেসবুক ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনকে তলব করল ।

কমিটির তরফে অভিযোগ করা হয়েছে , এটি দিল্লির শান্তি বিঘ্নিত করেছে । আপ বিধায়ক রাঘব চাধার নেতৃত্বাধীন কমিটি ১৫ সেপ্টেম্বর অজিত মোহনকে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছে।

চাধা এদিন বলেন , " দিল্লি দাঙ্গার প্রধান স্বাক্ষীর জবানবন্দী ও তার স্বপক্ষে পেশ করা তথ্যের ভিত্তিতে ফেসবুক ইন্ডিয়াকে সমন পাঠানো হয়েছে ।"

চাধা আরও বলেন, "সাক্ষীদের তরফে দেওয়া তথ্য ও প্রমাণ বিবেচনা করে কমিটি বিশ্বাস করে যে দিল্লির দাঙ্গার তদন্তে ফেসবুককে সহ-অপরাধী হিসাবে অভিযুক্ত করা উচিত।"


এই কমিটি এখনও পর্যন্ত চারজন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান শুনেছে । এর মধ্যে রয়েছেন সাংবাদিক-লেখক পারঞ্জয় গুহ ঠাকুরতা এবং ডিজিটাল অধিকারকর্মী নিখিল পাহাও।

কমিটির মতে, ঠাকুরতার একটি বিবৃতি অনুযায়ী ফেসবুক ধর্মনিরপেক্ষ এবং বিষয়বস্তু-নিরপেক্ষ নয় । এছাড়া ফেসবুকের বিরুদ্ধে " আনহোলি নেক্সাস" হওয়ার অভিযোগ করা হয়েছে।

চাধা আরও বলেন, "তারা ফেসবুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছেন । যেগুলিতে অভিযোগ করা হয়েছে ফেসবুক ইচ্ছাকৃতভাবে ভারতে বিদ্বেষ ছাড়ানো পোস্টগুলিকে উপেক্ষা করে গেছে ।"

কমিটির কার্যক্রম স্বচ্ছ রাখতে এবং জনগণের আস্থা অর্জনের জন্য ১৫ সেপ্টেম্বরের সমস্ত শুনানি লাইভ টেলিকাস্ট করা হবে ।

Last Updated :Sep 12, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details