পশ্চিমবঙ্গ

west bengal

বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 11:28 AM IST

Updated : Dec 1, 2023, 4:54 PM IST

Bengaluru School Bomb Threat: পরপর 44টি স্কুলে বোমাতঙ্ক, প্রত্যেকটি স্কুল পেয়েছে হুমকি ভরা ই-মেল। ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড ।

Etv Bharat
Etv Bharat

স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের

বেঙ্গালুরু, 1 ডিসেম্বর: পরপর 44টি স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সাতসকালে বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে এসেছে একরকমই হুমকির ই-মেল । তড়িঘড়ি খালি করা হয় স্কুলগুলিকে। স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। ই-মেল পাওয়ার পরই স্কুলগুলি থেকে দ্রুততার সঙ্গে পড়ুয়াদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে ৷

হুমকি মেল স্পষ্ট লেখা,' স্কুল বিল্ডিংয়ে বোমা রাখা আছে'। জানা গিয়েছে এই একই ই-মেল মোট 44টি স্কুলে পাঠানো হয়েছে। বেঙ্গালুরুর নামজাদা বেশ কয়েকটি স্কুল যেমন ন্যাশনাল, বিদ্যা শিল্পা, এনপিএস, হেব্বাগোডি ক্যাম্পাস এই তালিকায় রয়েছে। যেখানে স্কুলে অফিসিয়াল ই-মেলে এই হুমকি এসেছে। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি স্কুল খালি করার প্রক্রিয়া শুরু করা হয়। স্কুলগুলিতে দ্রুত পৌঁছে যান বম্ব ও ডগ স্কোয়াডের কর্মীরা। স্কুলগুলিকে আগে খালি করার প্রক্রিয়া শুরু হয়।

হুমকি পাওয়ার পরই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামে প্রশাসন। প্রথমেই স্কুল খালি করানো হয়। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষদের জরুরি ভিত্তিতে ক্লাস বন্ধ করার নির্দেশ জারি হয়। শহরের বুকে এত বড় ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা ছুটে আসেন স্কুলগুলিতে । একের পর এক স্কুল নিমেষে খালি করার প্রক্রিয়া শুরু হয়। বোমা বা বিস্ফোরকের খোঁজে চলে জোরকদমে তল্লাশি। গোটা ঘটনায় হতবাক কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতরও।

সাতসকালে স্কুলগুলি শুরু হওয়ার পরই হুমকির ই-মেল দেখা যায়। ঠিক একই ই-মেল মোট পনেরোটি স্কুলে প্রায় একই সময় করা হয় বলেই খবর। ইতিমধ্যেই বিষয়টিকে গুরুতর ঘটনা বলেছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

আরও পড়ুন:

Last Updated : Dec 1, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details