পশ্চিমবঙ্গ

west bengal

Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

By

Published : Sep 8, 2021, 6:49 PM IST

Updated : Sep 8, 2021, 8:32 PM IST

at least two people dead and several are missing after two boat collided on Brahmaputra
Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত অন্তত দুই, নিখোঁজ অসংখ্য

অসমের জোড়হাটে ভয়াবহ দুর্ঘটনা ৷ ব্রহ্মপুত্রে দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত কমপক্ষে দুই ৷ নিখোঁজ 100-রও বেশি ৷ উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ ও এনডিআরএফ ৷

গুয়াহাটি, 8 সেপ্টেম্বর :ব্রহ্মপুত্রের বক্ষে মুখোমুখি ধাক্কা দু’টি নৌকার ৷ প্রাণ গেল কমপক্ষে একজনের ৷ খোঁজ মিলছে না অসংখ্য যাত্রীর ৷ বুধবার ঘটনাটি ঘটে অসমের জোড়হাটে ৷ টুইটারে ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত অন্তত দুই

আরও পড়ুন :সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিখোঁজ নামখানার 10 মৎস্যজীবী

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকা দু’টির মধ্যে একটি জোড়হাটের নিমাতিঘাট থেকে মাজুলির দিকে যাচ্ছিল ৷ আর মাজুলি থেকে আসা অন্য নৌকাটির গন্তব্য ছিল নিমাতিঘাট ৷ সেই সময়েই দুর্ঘটনা ঘটে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ৷ তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে তারা ৷ শেষ আসা খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে 20 জনকে উদ্ধার করেছেন এসডিআরএফ-এর সদস্যরা ৷ সূত্রের খবর, দু’টি নৌকাই যাত্রীবোঝাই ছিল ৷ মনে করা হচ্ছে, পুরুষ, মহিলা ও শিশু মিলিয়ে 100-রও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকা দু’টিতে যাত্রী ছাড়াও বেশ কয়েকটি দু’চাকা ও চারচাকার গাড়ি তোলা হয়েছিল ৷ দুর্ঘটনায় সেগুলিও তলিয়ে যায় ৷

আরও পড়ুন :বকখালির ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার 9 মৎস্যজীবীর দেহ, নিখোঁজ এখনও 1

দুর্ঘটনার পরই এ নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ তিনি লেখেন, ‘‘জোড়হাটের নিমাতি ঘাটের কাছে নৌকা দুর্ঘটনায় আমি মর্মাহত ৷’’ হিমন্ত জানান, দুর্ঘটনার পরই এসডিআরএফ ও এনডিআরএফ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ রাজ্য়ের মন্ত্রী বিমল বোরাকে অবিলম্বে ঘটনাস্থলে রওনা হওয়ারও নির্দেশ দেন হিমন্ত ৷ বৃহস্পতিবার তিনিও দুর্ঘটনাস্থলে যাবেন বলে জানান ৷

অন্য একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উদ্ধৃত করে হিমন্ত জানান, কী কারণে দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এর জন্য অমিত শাহের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হিমন্ত ৷

Last Updated :Sep 8, 2021, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details