পশ্চিমবঙ্গ

west bengal

Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ

By

Published : Oct 16, 2021, 10:01 AM IST

শুক্রবার সেলুলার জেলে সাভারকরের ছবিতে মাল্যদানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রশ্ন, যাঁকে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাঁর জীবন নিয়ে মানুষ কীভাবে প্রশ্ন তোলেন ! বরং যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের লজ্জিত হওয়া উচিত ৷

amit-shah-attacks-veer-savarkars-critics-says-they-should-have-some-shame
Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত, দাবি অমিত শাহের

পোর্ট ব্লেয়ার, 16 অক্টোবর :সাভারকরের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় ৷ যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের লজ্জিত হওয়া উচিত ৷ এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ শুক্রবার পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন ৷

নিন্দুকেরা দাবি করেন, সাভারকর বন্দি থাকাকালীন ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন ৷ কিন্তু সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) পালটা দাবি করেন যে সাভারকর ক্ষমা চেয়ে ওই চিঠি লিখেছিলেন মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) পরামর্শে ৷ তারপরই সাভারকরকে নিয়ে বিরোধীদের একহাত নিলেন অমিত শাহও ৷

আরও পড়ুন :Congress : স্থায়ী সভাপতি বাছতে কংগ্রেসে শীঘ্রই সাংগঠনিক নির্বাচনের সম্ভাবনা

শুক্রবার সেলুলার জেলে সাভারকরের ছবিতে মাল্যদানের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, যাঁকে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাঁর জীবন নিয়ে মানুষ কীভাবে প্রশ্ন তোলেন ! বরং যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের লজ্জিত হওয়া উচিত ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সবচেয়ে আস্থাভাজন এই নেতার বক্তব্য, সাভারকর জীবনে সবকিছু পেয়েছিলেন ৷ তারপর তিনি মাতৃভূমির জন্য লড়াই করার কঠিন পথ বেছে নিয়েছিলেন ৷ কারাগারের অন্তরালে টানা 10 বছর ধরে অমানুষিক অত্যাচারও সহ্য করেছেন ৷ তারপরও হার মানেননি ৷ তাই যেখানে সাভারকর বন্দি ছিলেন, সেই জায়গাকে মহাতীর্থ হিসেবে উল্লেখ করেছেন অমিত শাহ ৷

আরও পড়ুন :Mohan Bhagwat : ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

সাভারকরের আসল নাম বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) ৷ কিন্তু ইতিহাসে তিনি বীর সাভারকর নামে পরিচিত ৷ এই নিয়ে অমিত শাহের বক্তব্য, বীর শব্দটি তাঁর নামের সঙ্গে কোনও সরকার জুড়ে দেয়নি ৷ দেশের 130 কোটি মানুষ তাঁকে বীর সাভারকর নামে ডাকেন ৷ এই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না ৷

একই দেশের যুব সমাজকেও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর কথায়, যাঁরা দেশ স্বাধীন হওয়ার পর জন্ম নিয়েছেন, তাঁরা দেশের হয়ে মৃত্যুবরণ করার সুযোগ পাননি ৷ তাই তাঁদের উচিত এই মহান দেশের জন্য বাঁচা ৷

আরও পড়ুন :Ayodhya Ram Mandir : 24-এর লোকসভা ভোটের মুখে ভক্তদের জন্য খুলবে রাম মন্দির

ABOUT THE AUTHOR

...view details