পশ্চিমবঙ্গ

west bengal

Air India pilot dies: প্রশিক্ষণের মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু এয়ার ইন্ডিয়া পাইলটের

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:57 PM IST

হিমানিল কুমার বিমানবন্দরের টার্মিনাল তিন-এ এয়ার ইন্ডিয়ার অপারেশন বিভাগে একটি বিশেষ প্রশিক্ষণ সেশনে এদিন ছিলেন। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সহকর্মীরা তাঁকে প্রাথমিক শুশ্রূষা করার পর বিমানবন্দরেই একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও, বাঁচানো সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন আধিকারিকরা ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 16 নভেম্বর:দিল্লি বিমানবন্দরে প্রশিক্ষণের সময় মৃত্যু হল এয়ার ইন্ডিয়া পাইলটের ৷ বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময় অস্বস্তির লক্ষণ দেখা যায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটের ৷ এরপরই তাঁর মৃত্যু হয় বলে আধিকারিকরা জানিয়েছেন। একইসঙ্গে, পাইলট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে আধিকারিকদের প্রাথমিক অনুমান ৷

আধিকারিকরা জানিয়েছেন, হিমানিল কুমার বিমানবন্দরের টার্মিনাল (3)-এ এয়ার ইন্ডিয়ার অপারেশন বিভাগে একটি বিশেষ প্রশিক্ষণ সেশনে এদিন ছিলেন। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সহকর্মীরা তাঁকে প্রাথমিক শুশ্রূষা করার পর বিমানবন্দরেই একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও, বাঁচানো সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন আধিকারিকরা ৷

জানা গিয়েছে, হিমানিল কুমার একজন সিনিয়র কমান্ডার ৷ তিনি এই মুহূর্তে যে প্রশিক্ষণের অধীনে ছিলেন তার মাধ্যমে আদতে ন্যারো বডি বিমান ওড়ানো পাইলটদের ওয়াইড বডি প্লেন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হিমানিল-সহ অন্যান্য বেশ কয়েকজন পাইলট এ-320 এয়ারক্রাফট থেকে বোয়িং 777 এয়ারক্রাফট পরিচালনায় রূপান্তরের জন্য গত 3 অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করেন। এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এয়ারলাইন্স সংস্থা নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ৷ জানা গিয়েছে, হিমানিলের বাবাও এয়ারলাইন্সের একজন সিনিয়র কমান্ডার ছিলেন।

এক নিয়ন্ত্রক আধিকারিক জানিয়েছেন, হিমানিল কুমার গত 23 অগস্ট হাসপাতাল থেকে তাঁকে অবশ্য ফিট ঘোষণা করেছিল। ফ্লাইং ডিউটির ক্ষেত্রে কোনও ক্লান্তি সম্পর্কিত সমস্যা নেই বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ এরপর হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয় তাঁকে ৷ পরে হিমানিল কুমার বৃহস্পতিবার থেকে আবার প্রশিক্ষণ শুরু করেছিলেন। আধিকারিক যোগ করেছেন, কোনও অন্তর্নিহিত চিকিৎসার অবস্থা সনাক্ত না করে তার অতীতের সমস্ত চিকিৎসা মূল্যায়ন করা উচিৎ ছিল। যদিও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। (পিটিআই)

আরও পড়ুন

  1. দ্রুত শুনানির জন্য রেকর্ডের সফট কপি রাখার সুপারিশ সুপ্রিম কোর্টের
  2. মায়ানমারে হিংসা বন্ধের আহ্বান দিল্লির, গঠনমূলক আলোচনায় সমাধানের পরামর্শ বিদেশমন্ত্রকের

ABOUT THE AUTHOR

...view details