পশ্চিমবঙ্গ

west bengal

বিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত 1

By

Published : Nov 5, 2020, 11:41 AM IST

Updated : Nov 5, 2020, 1:53 PM IST

নৌকায় 100-র বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

boat capsized in bihar
বিহারে নৌকাডুবি, উদ্ধার 30

ভাগলপুর, 5 নভেম্বর : বিহারের ভাগলপুরে নৌকাডুবি । ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । সাত যাত্রীর খোঁজ নেই বলে জানা গেছে ।

ভাগলপুরের নৌগাছিয়া এলাকায় গঙ্গায় আজ সকালে নৌকা উলটে যায় । চাষের কাজের জন্য কৃষক ও মজদুররা গোপালপুর তীর্তঙ্গা ঘাটে যাচ্ছিলেন । 100-র বেশি যাত্রী নিয়ে নৌকাটি পারাপার করছিল বলে জানা গেছে । নৌকায় মহিলা ও শিশুও ছিল ।

নৌকা উলটে একজনের মৃত্যু হয় । উদ্ধারকারী দল 30 জন যাত্রীকে উদ্ধার করে । সাতজন জনের খোঁজ নেই । বহু মানুষ তাঁদের আত্মীয়দের খোঁজ চালাচ্ছেন । বাকিদের খোঁজে তল্লাশি চলছে ।

বিহারে গঙ্গায় নৌকাডুবি
Last Updated : Nov 5, 2020, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details