পশ্চিমবঙ্গ

west bengal

Tirumala Leopard Attack: চিতাবাঘের আক্রমণে 6 বছরের শিশুর মৃত্যু, দেহ মিলল জঙ্গলে

By

Published : Aug 12, 2023, 10:59 AM IST

Updated : Aug 12, 2023, 5:41 PM IST

Leopard Attacked 6 Year Old Girl: তিরুমালায় বালাজি দর্শনে যাওয়ার সময় চিতাবাঘের আক্রমণের শিকার হল 6 বছরের শিশুকন্যা ৷ জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ ৷ পরে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷

Child Death in Leopard Attack
চিতাবাঘের আক্রমণে 6 বছরের শিশুর মৃত্যু

তিরুমালা (অন্ধ্রপ্রদেশ), 12 অগস্ট:মন্দিরে যাওয়ার সময় বাবা-মায়ের কাছ থেকে বছর ছয়েকের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে গেল চিতাবাঘ ৷ পরে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হল শিশুটির রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে অন্ধ্রপ্রদেশের তিরুমালায় ৷ মৃত শিশুটি বাড়ি নেল্লোর জেলার পোথিরেড্ডিপালেম এলাকায়।

জানা গিয়েছে, শিশুকন্যাকে নিয়ে পরিবারের সদস্যরা পায়ে হেঁটে বালাজি দর্শন করতে যাচ্ছিলেন ৷ শুক্রবার রাত 8টা নাগাদ বাড়ি থেকে রওনা হন ৷ রাত 11টার দিকে পরিবারটি লক্ষ্মীনারসিংহস্বামী মন্দিরে পৌঁছয়। এরপর সেখান থেকে তাঁদের তিরুমালায় যাওয়ার কথা ছিল ৷ সেই উদ্দেশে তাঁরা রওনা দেন ৷ তিরুমালা যাওয়ার পথে ঘটে বিপত্তি ৷ পুলিশের অনুমান, আলিপিরি ফুটপাতের কাছে পরিবারটির উপর চিতাবাঘ আক্রমণ করে ৷ তাঁদের সঙ্গে থাকা 6 বছরের শিশুকন্যাটিকে মা-বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে জঙ্গলে চলে যায় চিতাবাঘটি ৷

আরও পড়ুন:200 মিটার টেনে নিয়ে গেল চিতাবাঘ, হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা

রাতেই শিশুটির বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন । তবে অনেক রাত হয়ে যাওয়ায় জঙ্গলে আর তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি । শনিবার সকাল হতেই শিশুটির খোঁজ জঙ্গলে তল্লাশি শুরু হয় ৷ ততক্ষণে সব শেষ ৷ লক্ষ্মীনারসিংহস্বামী মন্দির থেকে কিছুটা দূরে মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায়। রক্তাক্ত দেহটিকে উদ্ধার করে পুলিশ ৷

দেখা যায়, মেয়েটির দেহের বেশিরভাই অংশই খেয়ে ফেলেছে চিতাবাঘ । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিশুকন্যার পরিবারে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এদিকে জানা গিয়েছে, এর আগে ওই একই জায়গায় ফুটপাতের উপর এক বালকের উপর একটি চিতাবাঘ হামলা চালিয়েছিল। তারপরও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Last Updated : Aug 12, 2023, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details