পশ্চিমবঙ্গ

west bengal

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গিয়েছে বাংলার 30 জন চিকিৎসকের

By

Published : Jun 5, 2021, 6:28 PM IST

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে প্রাণ গিয়েছে মোট 646 জন চিকিৎসকের ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের 30 জন চিকিৎসকও রয়েছেন ৷ তবে সবথেকে বেশি (109 জন) চিকিৎসকের মৃত্য়ু হয়েছে রাজধানী দিল্লিতে ৷ তথ্য প্রকাশ Indian Medical Association (IMA)-এর ৷

30 doctors from West Bengal lost their lives in second phase of pandemic in India
করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গিয়েছে বাংলার 30 জন চিকিৎসকের

নয়াদিল্লি, 5 জুন : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বলি হয়েছেন বাংলার 30 জন চিকিৎসক ৷ Indian Medical Association (IMA)-এর তরফে প্রকাশ করা তালিকা থেকেই সামনে এসেছে এই তথ্য ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোট 646 জন চিকিৎসকের জীবন কেড়েছে ৷

আইএমএ যে তালিকা প্রকাশ করেছে, তাতে রাজধানী দিল্লির অবস্থা সবথেকে শোচনীয় ৷ সেখানে দেশের মধ্যে সর্বাধিক 109 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে ৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের পড়শি বিহার ৷ নীতীশ কুমারের রাজ্য়ে কোভিডের ঢেউ কেড়ে নিয়েছে 97 জন চিকিৎসককে ৷

আরও পড়ুন :সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের

এছাড়াও, যোগী রাজ্য উত্তরপ্রদেশে করোনার দ্বিতীয় দফায় মৃত্য়ু হয়েছে 79 জন চিকিৎসকের ৷ তালিকার পরের রাজ্যগুলি হল যথাক্রমে রাজস্থান (43 জন চিকিৎসকের মৃত্য়ু), ঝাড়খণ্ড (39 জন চিকিৎসকের মৃত্য়ু), গুজরাত (37 জন চিকিৎসকের মৃত্য়ু), অন্ধ্রপ্রদেশ (35 জন চিকিৎসকের মৃত্য়ু), তেলেঙ্গানা (34 জন চিকিৎসকের মৃত্য়ু), তামিলনাড়ু (32 জন চিকিৎসকের মৃত্য়ু) এবং পশ্চিমবঙ্গ (30 জন চিকিৎসকের মৃত্য়ু) ৷ এই ঘটনায় চিন্তা বাড়ছে ওয়াকিবহাল মহলের ৷ যাঁরা সামনে থেকে করোনা মোকাবিলায় লড়াই করছেন, তাঁদের এই পরিণতিই প্রমাণ করছে পরিস্থিতি কতটা ভয়াবহ ৷

ABOUT THE AUTHOR

...view details