পশ্চিমবঙ্গ

west bengal

Parliament Building Inauguration Boycott: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

By

Published : May 24, 2023, 12:51 PM IST

Updated : May 24, 2023, 5:01 PM IST

28 মে রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধী শিবিরের বহু দল এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবে না বলে জানা গিয়েছে ৷ এ নিয়ে 19টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি দিয়েছে ৷ তাতে রয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনে

নয়াদিল্লি, 24 মে: নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিল বেশ কয়েকটি বিরোধী দল ৷ কংগ্রেস-সহ 19টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে জানানো হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেস নতুন সংসদ ভবন উদ্বোধনের এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে ৷ তারপর আজ বিরোধী দলগুলি একজোট হয়ে বিবৃতি দিয়ে তা বয়কট করার কথা জানাল ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন ৷

মঙ্গলবার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, নতুন সংসদ উদ্বোধনের অনুষ্ঠানটি সাভারকরের জন্মজয়ন্তীতে হওয়া উচিত নয় ৷ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিন অথবা গান্ধি জয়ন্তীতে এর উদ্বোধন করা উচিত ছিল ৷ 19টি বিরোধী দলের জোটও দু'টি প্রধান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রীর উদ্বোধন করবে এই সিদ্ধান্ত কার্যত রাষ্ট্রপতিকে হঠিয়ে দেওয়ার সামিল ৷ সংসদে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা ৷

নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা 19টি দল- কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আপ, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), সমাজবাদী পার্টি, সিপিআই, জেএমএম, কেরল কংগ্রেস (মণি), ভিসিকে, আরকেডি, জেডি(ইউ), এনসিপি, সিপিআইএম, আরজেডি, আইইউএমএল, এনসি, আরএসপি, এমডিএমকে ৷

বিবৃতিতে 19টি বিরোধী দলের জোট জানিয়েছে, 28 মে সাভারকরের জন্মজয়ন্তীতে এই নতুন সংসদ ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তিনি নিজেই নিয়েছেন ৷ এই সিদ্ধান্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পুরোপুরি সরিয়ে দেওয়া হল ৷ এই ঘটনা শুধুমাত্র রাষ্ট্রপতিকে অসম্মান করা নয়, বরং আমাদের গণতন্ত্রের প্রতি সরাসরি লাঞ্ছনা ৷ এই গৌরবহীন কাজে রাষ্ট্রপতির অফিসকে অপমান করা হয়েছে ৷ সংবিধানের তথ্য এবং ভাবনাকে লঙ্ঘন করা হয়েছে ৷ দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ তার উদযাপনের অবমূল্যায়ন করা হয়েছে ৷

এ নিয়ে টুইট করেছেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "পদমর্যাদার অগ্রাধিকারের দিক থেকে ভারতে প্রথম রাষ্ট্রপতি ৷ উপ-রাষ্ট্রপতি দ্বিতীয় ৷ আর প্রধানমন্ত্রী তৃতীয় স্থানে রয়েছেন ৷ সংবিধানের এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে সরকার উদাসীন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মহুয়া লেখেন, "এটা মোদিজির নিজের টাকায় তৈরি বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান নয় ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 28 মে এই অনুষ্ঠানে থাকবে না ৷ বিজেপিকে শুভেচ্ছা ৷"

পুরনো সংসদ ভবনের কী হবে ? এ নিয়ে তৃণমূল কংগ্রেস কি কেন্দ্রকে কিছু জানিয়েছে ? এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়ে বিরোধীদের একেবারে অন্ধকারে রাখা হয়েছে ৷ সরকার একদম চুপ করে আছে ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি: রাহুল

Last Updated : May 24, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details