নাগাড়ে তুষারপাত, বরফের চাদর জড়িয়েই ভূস্বর্গের ওম গায়ে মাখছেন পর্যটকরা

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 8:01 PM IST

thumbnail

Snowfall in Pirpanjal region: দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে ফেব্রুয়ারির শুরুতেই প্রবল তুষারপাত হল জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকার পীরপঞ্জলে ৷ বাড়ি ও গাড়ির ছাদ, গাছের ডাল, সবতেই পেঁজা তুলোর মতো বরফের আস্তরণ ৷ যা মন গলিয়ে দিয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষজনের ৷ প্রবল তুষারপাতে কিছু রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে ৷ 7-8 কিলোমিটার পথ পায়ে হেঁটেই স্কুলে যেতে হচ্ছে পড়ুয়া ও শিক্ষকদের ৷ বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা ৷ তবে তা সত্ত্বেও এতদিন পর তুষারপাত পেয়ে সবাই বেশ খুশি ৷ শীতের মরশুমেও এতদিন বৃষ্টি বা তুষারপাত ছিল না ৷ তাই তা দেরিতে এলেও এই আবহাওয়া দারুণ উপভোগ করছেন স্থানীয়রা ৷ তাঁদের মতে, কৃষি এবং উদ্যানপালনের জন্যও উপকারী হবে এই তুষারপাত ৷ একে পর্যটনে আরও বেশি করে কাজে লাগাতে সরকারি সাহায্য চান তাঁরা ৷ তবে ইতিমধ্যেই এই তুষারপাতের কারণে পর্যটকেরা ভিড় জমিয়েছেন পীরপঞ্জলে ৷ প্রকৃতির এই নৈসর্গিক রূপ চেটেপুটে উপভোগ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ৷ নাগাড়ে তুষারপাতের মধ্যেই ছাতা হাতে তাঁরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন ৷ বরফের চাদর জড়িয়ে ভূস্বর্গের ওম গায়ে মেখে নিচ্ছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.