শাহেনশার হাতে অস্ত্রোপচার, অযোধ্যার অনুষ্ঠানেই খোঁজ নিলেন মোদি

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 5:06 PM IST

thumbnail

Ayodhya Ram Mandir: প্রায় পাঁচশো বছর পর জন্মস্থান অযোধ্যায় ফিরলেন রামলালা ৷ সোমবার রাম জন্মভূমির নবনির্মিত মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ নির্দিষ্ট সময়ে রীতি ও আচার মেনে মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ এই অনুষ্ঠানেই অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মোদি।  প্রধানমন্ত্রী এদিন বলেন, "কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷" তিনি জানান, 2024 সালের 22 জানুয়ারি নিছক একটি তারিখ নয় ৷ বরং একটি নতুন যুগের আবির্ভাব হিসাবে চিহ্নিত থাকবে ৷ 

এদিন গর্ভগৃহে মোদির পাশেই ছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে  আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী ৷ জনসভার পরেই তিনি নেমে আসেন মঞ্চ থেকে ৷ এরপর একে একে আম্বানি দম্পতি থেকে শুরু করে যোগগুরু রামদেব, রবি শঙ্করের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ৷ এরপরেই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের সঙ্গেও দেখা করেন মোদি ৷ কথা বলার পাশাপাশি বিগবি'র হাত কেমন আছেন ওইটুকু সময়ের মধ্যেই জানতে চান প্রধানমন্ত্রী ৷ বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর এই মানবিক দিক নজর কেড়েছে সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.