গান্ধিজির মৃত্য়ুবার্ষিকীতে রাজঘাটে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, শ্রদ্ধা নিবেদন বাপুকে
🎬 Watch Now: Feature Video
Published : Jan 30, 2024, 12:51 PM IST
Mahatma Gandhi 77th Death Anniversary: জাতির জনক মহাত্মা গান্ধি শুধু স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথ প্রদর্শক নন, ব্যক্তি থেকে সমগ্র জাতির উন্নীতকরণের পথ প্রদর্শকও। আজ মহাত্মা গান্ধির মৃত্যু দিবস অর্থাৎ 30 জানুয়ারি দিনটিকে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শহিদ দিবস হিসেবে পালন করেন দেশবাসীরা। এই উপলক্ষে দিল্লির রাজঘাটে অবস্থিত গান্ধিজির সমাধিতে উপস্থিত হলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি ৷ এদিন তাঁরা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটে 'সর্ব ধর্ম প্রার্থনা'-এ যোগ দেন।
স্বাধীনতা সংগ্রামে গান্ধিজির অবদানকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান সকলেই। বাপু ও শহিদদের স্মরণে 2 মিনিটের নীরবতা পালন করা হয় এদিন ৷ ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধি ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের তাঁর চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভারতবাসীকে একত্রিত হতে সাহায্য করেছিল। 1948 সালে আজকের দিনে বিড়লা হাউসের প্রাঙ্গণে নাথুরাম গডসে মহাত্মা গান্ধিকে হত্যা করেন। আজ জাতির জনকের প্রয়াণ দিবসে রাহুল গান্ধি, বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এক্সে শ্রদ্ধা জানিয়েছেন ৷