সাদা চাদরে ঢাকল ঘর-বাড়ি, ফের তুষারপাতে 'শ্বেতসুন্দরী' ভূ-স্বর্গ

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:33 AM IST

thumbnail

Snowfall in Jammu and Kashmir: বেশ কয়েক দিন আগে ভূ-স্বর্গ ছিল চারিদিকে শুখা ৷ তবে তখনই মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল 28-31 জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে ৷ আর এখন ঠান্ডায় কাঁপছে কাশ্মীর ৷ তার মূলত কারণ একটাই, তা হল-বরফ ৷ আর তার জেরে কাশ্মীরের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে ৷ সেমতো গত 28-29 তারিখ বরফে চারিদিক ঢেকেছিল উত্তর কাশ্মীরের বান্দিপুরের গুর্জ এলাকা ৷ আর এরপর আজ, বুধবার ফের একবার সাদা চাদরে ঢাকল অনন্তনাগ ৷ 

সংবাদসংস্থা পিটিআইয়ের দেওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে প্রবল তুষারপাত হয়েছে ৷ আর সেইসঙ্গে ওই এলাকার তাপমাত্রা আরও কমেছে। জম্মু-কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গে এই তুষারপাতের টানেই প্রতি বছর এই মরশুমে শয়ে শয়ে পর্যটক আসেন। আর এই তুষারপাতে এখন স্বভাবতই খুশি পর্যটকরা ৷ 

এদিকে সংবাদসংস্থা এএনআইয়ের দেওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রামবনও তুষারপাতে ঢেকেছে ৷ সেখানের গাড়ি থেকে গাছ থেকে বাড়ি-গাড়ি বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে ৷ কাশ্মীরে তুষারপাত শুরু হওয়ায় খুশি হোটেল ব্যবসায়ী মহলেও। তারা আশা করছে, আবার তুষারপাতের টানে পর্যটকদের ঢল নামবে ভূ-স্বর্গে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.