ভরা শীতে জলমগ্ন বাজার, চূড়ান্ত সমস্যায় ব্যবসায়ীরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 9:22 PM IST

thumbnail

পানীয় জলের পাইপলাইন ফেটে জলমগ্ন দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের বেনাচিতির নাচন রোড । সকাল বিকেল রাস্তা জলে থৈ থৈ । নাচন রোডে রয়েছে বহু দোকান । এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত । গোটা রাস্তা জলমগ্ন হয়ে থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষদের । এক ব্যবসায়ী অরুণ দে অভিযোগ করেন, বিগত এক সপ্তাহ আগে পানীয় জল সরবরাহের পাইপ ফেটেছে । কিন্তু মেরামত হয়নি । ফলে জলমগ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা । তাদের ব্যবসায় যেমন সমস্যা হচ্ছে তেমনি সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে । দোকানেও ঢুকছে জল । কোনও হেলদোল নেই প্রশাসনের বলেও অভিযোগ করেন । 

দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "ওই এলাকায় পানীয় জল সরবরাহ করে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ । একটি দোকানের ভেতর দিয়ে ওই পাইপলাইনটি রয়েছে। সেখান থেকে পাইপলাইন ফেটে জলমগ্ন হচ্ছে গোটা এলাকা ।" দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলেও জানান । মহম্মদ হাসনেন নামের এক ব্যবসায়ী বলেন, "বিগত সাতদিন ধরে বাজার জলমগ্ন । খুব বিপাকে আমরা ব্যবসায়ীরা । আমাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হচ্ছে । আমরা চাই যে দ্রুত এই জল বন্ধ হোক ।" অরুণ দে নামের ওই ব্যবসায়ী আরও জানান, "মনে হচ্ছে বর্ষাকাল । আমি চাই ব্যবসায়ীদের দ্রুত মুক্তি হোক ।" দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের আশ্বাস এখন আশার আলো দেখাচ্ছে বেনাচিতি বাজারের আনন্দগোপাল সরণীর ব্যবসায়ীদের ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.