অবশেষে বরফের চাদর ভূ-স্বর্গে, তুষারপাত বিভিন্ন এলাকায়

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 12:05 PM IST

thumbnail

Snow Fall at Bandipora: শীতের ভূস্বর্গে অভাব ছিলে বরফের । সেই বরফেই ভরে গেল চারপাশ । তুষারে ঢাকল উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা ৷ সম্প্রতি উত্তর কাশ্মীরের বান্দিপুরের গুর্জ এলাকায় তুষারপাত হয় ৷ প্রায় দু’ইঞ্চি পুরু তুষারে ঢেকে গিয়েছে শহরের ঘর-বাড়ি থেকে রাস্তাঘাট ৷ তুষারপাতের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ সমস্যায় পড়েছেন বাসিন্দারা ৷ যানজটের সৃষ্টি হচ্ছে এদিক-ওদিক ৷  

স্থানীয় বাসিন্দাদের কথায় শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে ৷ শনিবারও তা অব্যাহত ছিল ৷ গুর্জের পাশাপাশি তুলাইল ও দাওয়ার এলাকাতেও বরফ পড়েছে ৷ সাদা চাদরে ঢেকে গিয়েছে পুরো এলাকা ৷ সংবাদ সংস্থা এএনআইয়ের দেওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে শ্বেতশুভ্র চাদরে ঢেকে রয়েছে কাশ্মীরের বান্দিপুর এলাকা ৷ আর তা দেখতেও লাগছে অসাধারণ ৷

উত্তর কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, তুষারপাতের পরিমাণ খুব বেশি নয় ৷ তবে বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারপাত হয়েছে ৷ গুর্জ রোডের প্রায় 85 কিলোমিটার এলাকা তুষারপাতের কারণে বিপদজ্জনক হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু দিয়েছে প্রশাসন ৷ আগামিদিনে ভারী তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.