সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে দাপট নারীশক্তির , দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 3:21 PM IST

thumbnail

Republic Day 2024: সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে শক্তি প্রদর্শন প্রমীলাবাহিনীর ৷ কুচকাওয়াজ-সহ দেশের বিভিন্ন উপজাতি, রাজ্য এবং বাহিনীর সৌন্দর্য থেকে শুরু করে বৈচিত্র্য, সংস্কৃতি, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে । 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের এবারের থিম ছিল মহিলাকেন্দ্রিক ৷

'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কী মাতৃকা' ('উন্নত ভারত' এবং 'ভারত - গণতন্ত্র  মাতৃভূমি')। প্রতিরক্ষাসচিব গিরিধর আরমান এটির পুনর্ব্যক্ত করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারা অনুসারে বেছে নেওয়া হয়েছে এবারের থিম ৷ তার অর্থ হল 'ভারত গণতন্ত্রের প্রকৃত মা'। প্রথমবার 112 জন মহিলা শিল্পী বিভিন্ন উপজাতি ও লোকসংস্কৃতিকে তুলে ধরলেন কর্তব্যপথে ৷ তার মধ্যে ছিল মহারাষ্ট্রের ঢোল ও তাসা, তেলেঙ্গানার ডাপ্পু, পশ্চিমবঙ্গের ঢাক-ঢোল-শঙ্খ ৷ কর্ণাটকের চেন্ডা ও ডোলু ৷ 'আবাহন' নামক মিউজিক্যাল যন্ত্রাংশের মাধ্যমে প্যারেডে অংশ নিলেন 112 জন মহিলা শিল্পী ৷    

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.