কলকাতা, 27 জানুযারি: চলতি বছরে মরশুমের শুরু থেকে দাপট দেখিয়েছে শীত ৷ তার পর বেশ কিছুদিন বঙ্গ থেকে উধাও হয়েছিল ঠান্ডা ৷ তবে পৌষ সংক্রান্তির থেকে বেশ ঠান্ডা পড়েছে ৷ মনে করা হচ্ছে ভৌগলিক অবস্থানের কারণে টানা ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত হয় বঙ্গবাসী ৷ পরিবর্তে দফায় দফায় ঠান্ডা উপভোগ করতে হয় ৷ তবে এবার আরও ঠান্ডার পড়ার ইঙ্গিত মিলল আবহাওয়া দফতরের পূর্বাভাসে ৷
পৌষ সংক্রান্তির পরে বৃষ্টির হাত ধরে ঠাণ্ডার কনকনানি চলতি সপ্তাহের শুরুতে পাওয়া গিয়েছিল। গত দুদিন সেভাবে ঠাণ্ডা না পাওয়া গেলেও ফের শীত বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে। পারদ ফের নীচে নেমে সর্বনিম্ন 13.5 ডিগ্রিতে দাঁড়িয়েছে । যা স্বাভাবিকের চেয়ে 1ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা 23ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ ইতিমধ্যেই উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে ৷ ফলে ঠান্ডা আরও বাড়বে ৷
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়েও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । তবে বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সব মিলিয়ে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে চলতি মাসের শেষে শীতের দাপট কিছুটা হলেও মালুম হবে।
কলকাতা এবং আশোপাশের অঞ্চলে শনিবার ভোরে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ রৌদ্রজ্বল থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শুক্রবার বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40 শতাংশ ৷
উল্লেখ্য, চলতি সপ্তাহে মঙ্গলবার অর্থাৎ 23 জানুয়ারি ছিল মরশুমের শীতলতম দিন ৷ সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল ৷ ফলে রাজ্যবাসী শীতের আমেজ চেটে-পুটে উপভোগ করেছে ৷ যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে ৷
আরও পড়ুন: