ETV Bharat / state

হেমন্ত-উত্তমের গাড়ি ছুঁয়ে জিয়া নস্টাল, লেক ক্লাবে এক টুকরো পুরনো কলকাতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 5:27 PM IST

Vintage Car Exhibition: শহরবাসীর মনে পুরনো কলকাতার আমেজ ফিরিয়ে দিল লেক ক্লাব ৷ তাদের আয়োজিত পুরনো গাড়ির প্রদর্শনীতে ছিল উত্তম কুমারের চালানো গাড়িও ৷

ETV BHARAT
ETV BHARAT
হেমন্ত-উত্তমের গাড়ি ছুঁয়ে জিয়া নস্টাল

কলকাতা, 29 জানুয়ারি: স্টিয়ারিং হাতে মহানায়ক উত্তম কুমার । আর তাঁর পাশে সুপ্রিয়া দেবী । এগিয়ে চলেছে গাড়ি । 'শুধু একটি বছর' ছবির এই দৃশ্য আজও রয়ে গিয়েছে দর্শকদের মনের মণিকোঠায় । 1935 সালের এই গাড়ি ব্যবহার করতেন সাহেবরা । সাহস দেখিয়ে সেই গাড়ি কিনেছিলেন এক বাঙালি । সেই বাঙালিবাবুর গাড়ি দেখে তো অবাক মহানায়ক । ফলে সেই গাড়ি ব্যবহার করেই হল মহানায়কের ফিল্ম । যা তৈরি হয়েছে 1966 সালে । কিন্তু আজও ওই গাড়ি সযত্নে রেখে দিয়েছেন সৌখিন সেই বাঙালিবাবুর নাতি রণজিৎ গুপ্ত । ভিনটেজ সেই গাড়ি সাধারণ মানুষ যাতে কাছ থেকে চাক্ষুস করতে পারেন, ছুঁয়ে দেখতে পারেন, তারই সুযোগ করে দিল লেক ক্লাব ।

রবিবার লেক ক্লাব একটি প্রদর্শনীশালার আয়োজন করে । যেখানে রাখা ছিল পুরনো দিনে ব্যবহৃত কেতাদুরস্ত নানা গাড়ি । থরে থরে সাজানো সেই গাড়ির মধ্যে কোনওটি আবার সেই 1913 সালের ৷ তার সঙ্গে ছিল পুরনো দিনের মোটরবাইকও ।

এই প্রদর্শনী করার নেপথ্যের কারণ হিসাবে ক্লাবের সম্পাদক জানান, "এমন বহু মানুষ আছেন, যাঁদের কাছে পুরনো দিনের গাড়ি রয়েছে । তবে তা নিয়ে বর্তমানে করার কিছু নেই । তাই আমরা এখানে একদিন প্রদর্শন করার জন্য ব্যবস্থা করেছি । যার ফলে তাঁদের গাড়ি বহু মানুষ দেখতে পারেন ।"

লেক ক্লাবের এই উদ্যোগে সামিল হয়েছেন বহু মানুষ । পরিবার-পরিজন নিয়ে পুরনো দিনের সেই গাড়ি দেখতে আসছেন অনেকে । সে রকমই একজন প্রিয়া মুখোপাধ্যায় আহমেদ ৷ এসেছেন আনন্দপুর ৷ তিনি বলেন, "আমি দেখামাত্রই বাবা-মাকে নিয়ে এসেছি । তাঁদের পুরনো দিনের সব কথা মনে পড়ছে । সে সব কথা বাবা-মায়ের থেকে শুনছি । দারুণ লাগছে ৷"

পুরনো গাড়ির এই প্রদর্শনীতে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি থেকে শুরু করে 'প্রাক্তন' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চালানো গাড়িও ৷ মহানায়কের ব্যবহৃত গাড়ির বর্তমান মালিক রণজিৎ গুপ্ত জানান, "একটা নস্টালজিয়া কাজ করে, যখন ভাবি উত্তম কুমার যে সিটে বসেছিলেন সেই সিটে বসে আমি গাড়ি চালাই । যাঁরা এই গাড়িটা চেনেন, তাঁরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন ।"

যদিও আক্ষেপের সুরও শোনা গিয়েছে তাঁর গলায় ৷ তিনি বলেন, নতুন প্রজন্ম কতটা এ বিষয়ে আগ্রহী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ।

আরও পড়ুন:

  1. নেতাজি থেকে হেমন্ত মুখোপাধ্যায়, তিলোত্তমার রাস্তায় তাঁদের ব্যবহৃত গাড়ি
  2. ভিন্টেজ কার ব়্যালিতে যোগ দিয়ে নস্টালজিক তারকারা
  3. গাড়িতে উঠলেই বমি বমি ভাব ? নিজেকে মুক্ত রাখতে মেনে চলুন এই সমস্ত ঘরোটা টোটকা

হেমন্ত-উত্তমের গাড়ি ছুঁয়ে জিয়া নস্টাল

কলকাতা, 29 জানুয়ারি: স্টিয়ারিং হাতে মহানায়ক উত্তম কুমার । আর তাঁর পাশে সুপ্রিয়া দেবী । এগিয়ে চলেছে গাড়ি । 'শুধু একটি বছর' ছবির এই দৃশ্য আজও রয়ে গিয়েছে দর্শকদের মনের মণিকোঠায় । 1935 সালের এই গাড়ি ব্যবহার করতেন সাহেবরা । সাহস দেখিয়ে সেই গাড়ি কিনেছিলেন এক বাঙালি । সেই বাঙালিবাবুর গাড়ি দেখে তো অবাক মহানায়ক । ফলে সেই গাড়ি ব্যবহার করেই হল মহানায়কের ফিল্ম । যা তৈরি হয়েছে 1966 সালে । কিন্তু আজও ওই গাড়ি সযত্নে রেখে দিয়েছেন সৌখিন সেই বাঙালিবাবুর নাতি রণজিৎ গুপ্ত । ভিনটেজ সেই গাড়ি সাধারণ মানুষ যাতে কাছ থেকে চাক্ষুস করতে পারেন, ছুঁয়ে দেখতে পারেন, তারই সুযোগ করে দিল লেক ক্লাব ।

রবিবার লেক ক্লাব একটি প্রদর্শনীশালার আয়োজন করে । যেখানে রাখা ছিল পুরনো দিনে ব্যবহৃত কেতাদুরস্ত নানা গাড়ি । থরে থরে সাজানো সেই গাড়ির মধ্যে কোনওটি আবার সেই 1913 সালের ৷ তার সঙ্গে ছিল পুরনো দিনের মোটরবাইকও ।

এই প্রদর্শনী করার নেপথ্যের কারণ হিসাবে ক্লাবের সম্পাদক জানান, "এমন বহু মানুষ আছেন, যাঁদের কাছে পুরনো দিনের গাড়ি রয়েছে । তবে তা নিয়ে বর্তমানে করার কিছু নেই । তাই আমরা এখানে একদিন প্রদর্শন করার জন্য ব্যবস্থা করেছি । যার ফলে তাঁদের গাড়ি বহু মানুষ দেখতে পারেন ।"

লেক ক্লাবের এই উদ্যোগে সামিল হয়েছেন বহু মানুষ । পরিবার-পরিজন নিয়ে পুরনো দিনের সেই গাড়ি দেখতে আসছেন অনেকে । সে রকমই একজন প্রিয়া মুখোপাধ্যায় আহমেদ ৷ এসেছেন আনন্দপুর ৷ তিনি বলেন, "আমি দেখামাত্রই বাবা-মাকে নিয়ে এসেছি । তাঁদের পুরনো দিনের সব কথা মনে পড়ছে । সে সব কথা বাবা-মায়ের থেকে শুনছি । দারুণ লাগছে ৷"

পুরনো গাড়ির এই প্রদর্শনীতে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি থেকে শুরু করে 'প্রাক্তন' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চালানো গাড়িও ৷ মহানায়কের ব্যবহৃত গাড়ির বর্তমান মালিক রণজিৎ গুপ্ত জানান, "একটা নস্টালজিয়া কাজ করে, যখন ভাবি উত্তম কুমার যে সিটে বসেছিলেন সেই সিটে বসে আমি গাড়ি চালাই । যাঁরা এই গাড়িটা চেনেন, তাঁরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন ।"

যদিও আক্ষেপের সুরও শোনা গিয়েছে তাঁর গলায় ৷ তিনি বলেন, নতুন প্রজন্ম কতটা এ বিষয়ে আগ্রহী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ।

আরও পড়ুন:

  1. নেতাজি থেকে হেমন্ত মুখোপাধ্যায়, তিলোত্তমার রাস্তায় তাঁদের ব্যবহৃত গাড়ি
  2. ভিন্টেজ কার ব়্যালিতে যোগ দিয়ে নস্টালজিক তারকারা
  3. গাড়িতে উঠলেই বমি বমি ভাব ? নিজেকে মুক্ত রাখতে মেনে চলুন এই সমস্ত ঘরোটা টোটকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.