ETV Bharat / state

নির্বাচন কমিশনে রদবদল, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন বিনোদ কুমার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 8:25 PM IST

ETV Bharat
লোকসভা নির্বাচন 2024

Vinod Kumar Additional Chief Electoral Officer: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ রাজ্যে রাজ্যে যেতে শুরু করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ এরই মধ্যে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন বিনোদ কুমার ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ কমিশনের ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে নতুন অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে আসছেন বিনোদ কুমার ৷ তিনি পৌর সংস্থার প্রাক্তন কমিশনার ছিলেন ৷ এখন রাজ্য সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব হিসেবে কাজ চালাচ্ছেন। প্রাক্তন অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসুর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ৷

নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী মঙ্গলবার 27 ফেব্রুয়ারি থেকেই রাজ্য নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইওর দ্বায়িত্বভার গ্রহণ করবেন বিনোদ কুমার ৷ এর পাশাপাশি স্মার্কি মহাপাত্রও আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সিইও অফিসে অ্যাডিশনাল সিইও পদে আসছেন ৷ বর্তমানে একাধিক পদ সামলাচ্ছেন বিনোদ কুমার ৷ একাধিক দফতরের সচিব তিনি ৷ আর লোকসভা নির্বাচনের আগে তাঁকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করে নিয়ে আসা হচ্ছে ৷ প্রসঙ্গত, গত 30 জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশেই বিনোদ কুমারকে কলকাতা পৌর সংস্থার কমিশনার পদ থেকে সরানো হয় ৷

এদিকে আগামী 3 মার্চই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছে ফুল বেঞ্চ ৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে 12 জন নির্বাচনী আধিকারিকও আসছেন রাজ্যে ৷ আগামী 3 মার্চ রাজ্যে পৌঁছে সন্ধ্যা 6-7টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন ৷

এরপর আগামী 4 মার্চ সকাল থেকেই দফায় দফায় চলবে বৈঠক ৷ ওই দিন সকাল 9.30 মিনিট থেকে বেলা 11.30 মিনিট পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রাজীব কুমার এবং অন্য আধিকারিকদের ৷ এই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব-সহ কমিশনের অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন ৷ জানা গিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে 15 মিনিট করে বৈঠক করা হবে ৷ ওই দিনই বেলা 11.30 থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত সব নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷

দ্বিতীয় দিন অর্থাৎ 5 মার্চ, মঙ্গলবার সকাল 9.30 থেকে বেলা 11 টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক হবে ৷ এর পর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ ৷ তারপর বেলা 12.30 মিনিট থেকে 1.30টা পর্যন্ত দু'দিনে কী কী হল এবং কতখানি কাজ এগলো- এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে নির্বাচন কমিশন ৷ ওই দিনই তাঁরা দিল্লির উদ্যেশ্যে রওনা হবেন ৷

আরও পড়ুন:

  1. ফুল বেঞ্চ আসার আগে জেলাশাসক ও এসপিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক
  2. 3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক
  3. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.