ETV Bharat / state

বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 7:51 PM IST

Lok Sabha Election 2024: বালুরঘাটে বিজেপির সুকান্ত মজুমদার বনাম তৃণমূলের বিপ্লব মিত্র ৷ কয়েকজন সঙ্গী নিয়ে জেলাশাসকের কাছে মনোনয়ন দাখিল করলেন শাসকদলের বর্ষীয়ান নেতা ৷ জয়ের জন্য আশাবাদী তিনি ৷

Lok Sabha Election
Lok Sabha Election

মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের

বালুরঘাট, 1 এপ্রিল: মনোনয়ন জমা দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র । আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন । গত মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ৷ বৃহস্পতিবার পর্যন্ত চলবে । মনোনয়ন পর্ব চলার কারণে প্রশাসনিক ভবন চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে । এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মনোনয়ন জমা দেন ।

মনোনয়নপত্র জমা দিতে এসে বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র বলেন, "জয়ের আশায় মনোনয়ন দিতে এসেছি । তৃণমূল সরকার রাজ্য তথা জেলায় যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে তাতে লক্ষাধিকের বেশি ভোটে জয়লাভ করব বলে আশা রাখছি । এই জেলার মানুষ পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভায় আমাদের সমর্থন করেছে ৷ আমি আশাবাদী এবারও মানুষ আমাদের পাশে থাকবে । পাশাপাশি তিনি আরও বলেন, "আগামী 6 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় প্রচারে আসবেন । তপন ও গঙ্গারামপুর বিধানসভার মাঝখানে ভোটের প্রচার করা হবে ৷"

2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র বালুরঘাট । এই লোকসভা কেন্দ্রে মূলত দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই । এখানে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ৷ তিনি বালুরঘাট কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন । অন্যদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এখানে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে ।

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দফতরের এসে মনোনয়ন জমা দেন তিনি । মনোনয়ন উপলক্ষে বালুরঘাটে তৃণমূলের পক্ষ থেকে বন্যার্ঢ্য মিছিলের আয়োজন করা হয় । যদিও মিছিল ছাড়াই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কয়েকজন সঙ্গী নিয়ে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার বিজিন কৃষ্ণার হাতে মনোনয়নপত্র জমা দেন ।

আরও পড়ুন:

  1. ভোটপ্রচারে কীর্তন-নাচ, নিজেকে 'শ্রী রাধিকার' সঙ্গে তুলনা সুজাতার; 'হেমা মালিনী' কটাক্ষ বিজেপির
  2. ফিরছেন না! প্রচারে 6 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই মমতা
  3. পাহাড়ে খেলা জমে উঠছে! বিজেপির রাজুকেই সমর্থন করছেন বিমলরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.