ETV Bharat / state

ভোটের ময়দানে ভজহরি মুখোপাধ্যায়, উত্তর কলকতার ম্যাসকট পটলডাঙার টেনিদা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 12:15 PM IST

Updated : Jan 25, 2024, 1:15 PM IST

Election Campaign: এবার পটলডাঙার টেনিদা নামবে ভোট অভিযানে ৷ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার জেলা ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে এই জনপ্রিয় চরিত্রকে ৷

Etv Bharat
Etv Bharat
উত্তর কলকাতার ম্যাসকট টেনিদা

কলকাতা, 25 জানুয়ারি: এবার ভোট অভিযানে টেনিদা ৷ 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস ৷ তার আগে বুধবার জেশপ বিল্ডিংয়ে ডিইও দফতরে কলকাতা উত্তর জেলার ম্যাসকটের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব । আগামী লোকসভা নির্বাচন উপলক্ষ্যে এই ম্যাসকটের উদ্বোধন হল ৷ এই বছর কলকাতা উত্তর জেলার ম্যাসকট 'টেনিদা' ৷ হাস্যকৌতুক চরিত্রর হাত ধরেই শুরু হতে চলেছে ভোট অভিযান। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'টেনিদার ভোট অভিযান'। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি ভজহরি মুখোপাধ্যায় বা টেনিদাই হলেন এবারের 'ডিস্ট্রিক্ট ম্যাসকট'।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানান, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতেই এই উদ্যোগ ৷ একটি সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে, শহর কলকাতার মধ্যে উত্তর কলকাতায় ভোটদানের হার বেশ কম। তাই উত্তর কলকাতা বাসিন্দাদের মধ্যে নির্বাচন এবং ভোট দান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে ৷ এই সচেতনতা বাড়াতে এমন একটি চিরিত্রের প্রয়োজন যাঁর সঙ্গে সকলেই কমবেশি পরিচিত ৷ সেই ভাবনা থেকেই কমিশনের এমন অভিনব উদ্যোগ।

ছোট থেকে বড় সকলেই সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র টেনিদা-কে ভালোবাসেন। টেনিদার হাসির গল্প পড়ে বড় হয়ে উঠেছেন অনেকেই। তাই এবার সেই সদা হাস্য এবং অত্যন্ত জনপ্রিয় কার্টুন ক্যারেক্টারকে বেছে নেওয়া হল আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ।উত্তর কলকাতায় যেমন টেনিদা তেমনই বিভিন্ন জেলায় আলাদা আলাদা ম্যাসকট করা হয়েছে। উত্তর কলকাতার ভোট প্রচারের জন্য পথ নাটিকারও আয়োজন করা হয়েছে বলে খবর ৷ এটি সংশ্লিষ্ট এলাকায় প্রাচারের সময় পরিবেশন হবে ৷ এবার নির্বাচনে 75 শতাংশ ভোটের হারকে লক্ষ্যমাত্রা ধরে প্রচারে নেমেছেন কমিশন ৷
আরও পড়ুন:

  1. ''ইন্ডিয়া' জোট যখন হয় তখনই মমতাকে নিয়ে সাবধানে থাকতে বলেছিলাম', জোট নিয়ে সূর্যকান্ত
  2. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  3. সজাগ কমিশন, ভোটকর্মীদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ

উত্তর কলকাতার ম্যাসকট টেনিদা

কলকাতা, 25 জানুয়ারি: এবার ভোট অভিযানে টেনিদা ৷ 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস ৷ তার আগে বুধবার জেশপ বিল্ডিংয়ে ডিইও দফতরে কলকাতা উত্তর জেলার ম্যাসকটের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব । আগামী লোকসভা নির্বাচন উপলক্ষ্যে এই ম্যাসকটের উদ্বোধন হল ৷ এই বছর কলকাতা উত্তর জেলার ম্যাসকট 'টেনিদা' ৷ হাস্যকৌতুক চরিত্রর হাত ধরেই শুরু হতে চলেছে ভোট অভিযান। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'টেনিদার ভোট অভিযান'। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি ভজহরি মুখোপাধ্যায় বা টেনিদাই হলেন এবারের 'ডিস্ট্রিক্ট ম্যাসকট'।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানান, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতেই এই উদ্যোগ ৷ একটি সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে, শহর কলকাতার মধ্যে উত্তর কলকাতায় ভোটদানের হার বেশ কম। তাই উত্তর কলকাতা বাসিন্দাদের মধ্যে নির্বাচন এবং ভোট দান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে ৷ এই সচেতনতা বাড়াতে এমন একটি চিরিত্রের প্রয়োজন যাঁর সঙ্গে সকলেই কমবেশি পরিচিত ৷ সেই ভাবনা থেকেই কমিশনের এমন অভিনব উদ্যোগ।

ছোট থেকে বড় সকলেই সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র টেনিদা-কে ভালোবাসেন। টেনিদার হাসির গল্প পড়ে বড় হয়ে উঠেছেন অনেকেই। তাই এবার সেই সদা হাস্য এবং অত্যন্ত জনপ্রিয় কার্টুন ক্যারেক্টারকে বেছে নেওয়া হল আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ।উত্তর কলকাতায় যেমন টেনিদা তেমনই বিভিন্ন জেলায় আলাদা আলাদা ম্যাসকট করা হয়েছে। উত্তর কলকাতার ভোট প্রচারের জন্য পথ নাটিকারও আয়োজন করা হয়েছে বলে খবর ৷ এটি সংশ্লিষ্ট এলাকায় প্রাচারের সময় পরিবেশন হবে ৷ এবার নির্বাচনে 75 শতাংশ ভোটের হারকে লক্ষ্যমাত্রা ধরে প্রচারে নেমেছেন কমিশন ৷
আরও পড়ুন:

  1. ''ইন্ডিয়া' জোট যখন হয় তখনই মমতাকে নিয়ে সাবধানে থাকতে বলেছিলাম', জোট নিয়ে সূর্যকান্ত
  2. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  3. সজাগ কমিশন, ভোটকর্মীদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ
Last Updated : Jan 25, 2024, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.