ETV Bharat / bharat

লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 7:13 PM IST

Lok Sabha Election Date: লোকসভা ভোট কি 16 এপ্রিল ? নির্বাচন কমিশনের একটি সার্কলার ঘিরে এই প্রশ্ন ওঠে ৷ পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই প্রশ্নের উত্তর দেয় কমিশন ৷

ECI
ECI

নয়াদিল্লি, 23 জানুয়ারি: দিল্লিতে কি লোকসভা নির্বাচন আগামী 16 এপ্রিল অনুষ্ঠিত হবে ! মঙ্গলবার দিল্লির নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই এই প্রশ্ন ওঠে ৷ তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, 2024 সালের 16 এপ্রিল তারিখটা ভোট সম্পর্কিত কাজের পরিকল্পনায় একটি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে ৷ এটা দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ভোট পরিকল্পনী অনুযায়ী ৷

উল্লেখ্য, চলতি মাসের শেষদিন সংসদে বসবে বাজেট অধিবেশন ৷ পরদিন কেন্দ্রীয় সরকারের তরফে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে ৷ বাজেট অধিবেশন শেষ হলেই লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু কবে নির্বাচন ঘোষণা হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ এই নিয়ে নির্বাচন কমিশনও কিছু জানায়নি ৷

  • Some media queries are coming referring to a circular by @CeodelhiOffice to clarify whether 16.04.2024 is tentative poll day for #LSElections2024
    It is clarified that this date was mentioned only for ‘reference’for officials to plan activities as per Election Planner of ECI.

    — CEO, Delhi Office (@CeodelhiOffice) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতিতে দিল্লির লোকসভা আসনগুলিতে 16 এপ্রিল ভোট হতে পারে বলে সোশাল মিডিয়ায় হইচই হয়ে পড়ে যায় ৷ অনেকে প্রশ্ন তোলেন, তাহলে কি তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে ! এখন ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা ! এই নিয়ে যখন নানা মহলে নানা জল্পনা চলছে, সেই সময় জল্পনার অবসান ঘটাতে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় ৷

সেই বিবৃতিতে লেখা হয়, অনেকেই জানতে চাইছেন যে আগামী 16 এপ্রিল কি দিল্লিতে সম্ভাব্য লোকসভা ভোটের দিন ? এই প্রশ্নের উত্তরে এটুকু বলা যায় যে ভোটের প্রস্তুতি একটি বড় প্রক্রিয়া ৷ ভারতের নির্বাচন কমিশনের ভোট পরিকল্পনায় প্রস্তুতির শুরুর তারিখ, শেষের তারিখ উল্লেখ করতে হয় ৷ কাল্পনিক একটি তারিখ রাখতে ভোটের দিন হিসেবে ৷

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে জেলা নির্বাচনী অফিসারদের কাছে একটি সার্কুলার গত 19 জানুয়ারি পাঠানো হয়েছে ৷ সেই সার্কুলারে 16 এপ্রিল, 2024 কে সম্ভাব্য ভোটের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ তাই এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র নির্বাচনের কাজে যুক্ত আধিকারদের জন্য প্রযোজ্য ৷ এর সঙ্গে ভোটের দিনের কোনও সম্পর্ক নেই ৷ ভোটের দিনক্ষণ দেশের নির্বাচন কমিশন যথাযথ সময়ে প্রকাশ করবে ৷

আরও পড়ুন:

  1. সজাগ কমিশন, ভোটকর্মীদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ
  2. প্রত্যেক সপ্তাহে জেলার আইন শৃঙ্খলা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের
  3. প্রকাশিত ভোটার তালিকায় বাদ 3 লক্ষের উপর, জানাল কমিশন

নয়াদিল্লি, 23 জানুয়ারি: দিল্লিতে কি লোকসভা নির্বাচন আগামী 16 এপ্রিল অনুষ্ঠিত হবে ! মঙ্গলবার দিল্লির নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই এই প্রশ্ন ওঠে ৷ তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, 2024 সালের 16 এপ্রিল তারিখটা ভোট সম্পর্কিত কাজের পরিকল্পনায় একটি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে ৷ এটা দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ভোট পরিকল্পনী অনুযায়ী ৷

উল্লেখ্য, চলতি মাসের শেষদিন সংসদে বসবে বাজেট অধিবেশন ৷ পরদিন কেন্দ্রীয় সরকারের তরফে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে ৷ বাজেট অধিবেশন শেষ হলেই লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু কবে নির্বাচন ঘোষণা হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ এই নিয়ে নির্বাচন কমিশনও কিছু জানায়নি ৷

  • Some media queries are coming referring to a circular by @CeodelhiOffice to clarify whether 16.04.2024 is tentative poll day for #LSElections2024
    It is clarified that this date was mentioned only for ‘reference’for officials to plan activities as per Election Planner of ECI.

    — CEO, Delhi Office (@CeodelhiOffice) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতিতে দিল্লির লোকসভা আসনগুলিতে 16 এপ্রিল ভোট হতে পারে বলে সোশাল মিডিয়ায় হইচই হয়ে পড়ে যায় ৷ অনেকে প্রশ্ন তোলেন, তাহলে কি তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে ! এখন ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা ! এই নিয়ে যখন নানা মহলে নানা জল্পনা চলছে, সেই সময় জল্পনার অবসান ঘটাতে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় ৷

সেই বিবৃতিতে লেখা হয়, অনেকেই জানতে চাইছেন যে আগামী 16 এপ্রিল কি দিল্লিতে সম্ভাব্য লোকসভা ভোটের দিন ? এই প্রশ্নের উত্তরে এটুকু বলা যায় যে ভোটের প্রস্তুতি একটি বড় প্রক্রিয়া ৷ ভারতের নির্বাচন কমিশনের ভোট পরিকল্পনায় প্রস্তুতির শুরুর তারিখ, শেষের তারিখ উল্লেখ করতে হয় ৷ কাল্পনিক একটি তারিখ রাখতে ভোটের দিন হিসেবে ৷

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে জেলা নির্বাচনী অফিসারদের কাছে একটি সার্কুলার গত 19 জানুয়ারি পাঠানো হয়েছে ৷ সেই সার্কুলারে 16 এপ্রিল, 2024 কে সম্ভাব্য ভোটের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ তাই এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র নির্বাচনের কাজে যুক্ত আধিকারদের জন্য প্রযোজ্য ৷ এর সঙ্গে ভোটের দিনের কোনও সম্পর্ক নেই ৷ ভোটের দিনক্ষণ দেশের নির্বাচন কমিশন যথাযথ সময়ে প্রকাশ করবে ৷

আরও পড়ুন:

  1. সজাগ কমিশন, ভোটকর্মীদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ
  2. প্রত্যেক সপ্তাহে জেলার আইন শৃঙ্খলা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের
  3. প্রকাশিত ভোটার তালিকায় বাদ 3 লক্ষের উপর, জানাল কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.