ETV Bharat / state

বেলিলিয়াস রোড থেকে মমতাকে তোপ সুকান্তর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:53 PM IST

Sukanta Majumdar fired at Mamata Banerjee: হাওড়ার বেলিলিয়াস রোডে অশান্তির ঘটনায় এদিন বিজেপির তরফ থেকে পরিদর্শনে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও হাওড়া পৌর নিগমের সদর দফতরের সামনে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় তাঁকে ৷ হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আটোসাঁটো নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো হয় বলেও অভিযোগ বিজেপির।

Etv Bharat
Etv Bharat

হাওড়া, 27 জানুয়ারি: শনিবার দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে সদর বিজেপির শান্তি মিছিল আটকানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ আর যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেন, "মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন আমাদের মারা, পেটানো সবই করা যায়। এবার আমাদের লড়াইয়ে নামতে হবে।"

সুকান্ত মজুমদার আরও বলেন, "ভারতবর্ষের মধ্যে এখনও পশ্চিমবঙ্গ আছে। অরূপ রায় যদি ভেবে থাকেন হাওড়াকে পাকিস্তান বানাবে, আমরা হতে দেবো না ৷ আমরা লড়াই করব। আমরা অরূপ খানকে বোঝাবো, কত ধানে কত চাল।" এছাড়াও তিনি দাবি করেন, হাওড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার 72 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও সেখানে এখনও 144 ধারা জারি করে রাখা হয়েছে ৷ তাঁর কথায়, "এর অর্থ পুলিশ, প্রশাসন ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে।"

হাওড়ার বেলিলিয়াস রোডে অশান্তির ঘটনায় এদিন বিজেপির তরফ থেকে পরিদর্শনে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও হাওড়া পৌর নিগমের সদর দফতরের সামনে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে ৷ হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আটোসাঁটো নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো হয় বলেও অভিযোগ বিজেপির। এরপরই রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়। প্রায় দীর্ঘ সময় পুলিশের সঙ্গে বাদানুবাদ চলে বিজেপি নেতা-কর্মীদের। উল্লেখ্য, বুধবার রাতে হাওড়ার বেলিলিয়াস রোডে দুই পক্ষের মধ্যে অশান্তি হয় ৷ যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকাতে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 24 তারিখ বুধবার রাত 10টা নাগাদ 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে তার বিশাল বাহিনী এলাকায় ঢুকে হামলা চালায়। তারা ওই এলাকায় তাণ্ডব চালানোর পাশাপাশি একাধিক দোকান ভাঙচুর করে বলেও অভিযোগ। বড় বিরিয়ানির হাড়িতে ইট নিয়ে আসা হয় বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন

  1. বিহারে রাজনৈতিক সঙ্কট, বাতিল অমিতের বঙ্গ সফর
  2. সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
  3. ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের

হাওড়া, 27 জানুয়ারি: শনিবার দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে সদর বিজেপির শান্তি মিছিল আটকানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ আর যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেন, "মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন আমাদের মারা, পেটানো সবই করা যায়। এবার আমাদের লড়াইয়ে নামতে হবে।"

সুকান্ত মজুমদার আরও বলেন, "ভারতবর্ষের মধ্যে এখনও পশ্চিমবঙ্গ আছে। অরূপ রায় যদি ভেবে থাকেন হাওড়াকে পাকিস্তান বানাবে, আমরা হতে দেবো না ৷ আমরা লড়াই করব। আমরা অরূপ খানকে বোঝাবো, কত ধানে কত চাল।" এছাড়াও তিনি দাবি করেন, হাওড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার 72 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও সেখানে এখনও 144 ধারা জারি করে রাখা হয়েছে ৷ তাঁর কথায়, "এর অর্থ পুলিশ, প্রশাসন ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে।"

হাওড়ার বেলিলিয়াস রোডে অশান্তির ঘটনায় এদিন বিজেপির তরফ থেকে পরিদর্শনে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও হাওড়া পৌর নিগমের সদর দফতরের সামনে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে ৷ হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আটোসাঁটো নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো হয় বলেও অভিযোগ বিজেপির। এরপরই রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়। প্রায় দীর্ঘ সময় পুলিশের সঙ্গে বাদানুবাদ চলে বিজেপি নেতা-কর্মীদের। উল্লেখ্য, বুধবার রাতে হাওড়ার বেলিলিয়াস রোডে দুই পক্ষের মধ্যে অশান্তি হয় ৷ যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকাতে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 24 তারিখ বুধবার রাত 10টা নাগাদ 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে তার বিশাল বাহিনী এলাকায় ঢুকে হামলা চালায়। তারা ওই এলাকায় তাণ্ডব চালানোর পাশাপাশি একাধিক দোকান ভাঙচুর করে বলেও অভিযোগ। বড় বিরিয়ানির হাড়িতে ইট নিয়ে আসা হয় বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন

  1. বিহারে রাজনৈতিক সঙ্কট, বাতিল অমিতের বঙ্গ সফর
  2. সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
  3. ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.