ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 12:50 PM IST

Updated : Jan 27, 2024, 9:33 AM IST

Akhil Giri on Shahjahan: সন্দেশখালির শাহজাহান কোথায় আছে তা কোথায় আছে তার সম্ভাব্য ঠিকানা জানালেন কারামন্ত্রী অখিল গিরি ৷ তাঁর এই বক্তব্যের পর থেকেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ৷

Etv Bharat
শাহজাহানকে নিয়ে মন্তব্য করলেন কারামন্ত্রী অখিল গিরি
কারামন্ত্রী অখিল গিরির বক্তব্য

হলদিয়া, 26 জানুয়ারি: যাকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সন্দেশখালির সেই তৃণমূল নেতার ঠিকানা দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ৷ "চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে আছে শাহজাহান ", বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় শ্রমিক মেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কারামন্ত্রী অখিল গিরি ৷

তিনি এদিন আরও বলেন,"পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না । অপরাধী কিন্তু ধরা পড়বে । শাহজাহান অসুস্থ ছিল । তাই চিকিৎসার জন্য বাইরে গিয়েছে । পশ্চিমবঙ্গের বাইরে আছে হয়ত ৷ তাই পুলিশ খুঁজে পাচ্ছে না ৷ পশ্চিমবঙ্গে থাকলে খুঁজে পেয়ে যেত ৷" তবে ইডি কিংবা পুলিশের কাছে আত্মসমর্পণ নিয়ে মন্ত্রীর বক্তব্য,"আত্মসমর্পণ করবেন কি না, সেটা তাঁর ব্যাপার ৷"

কারামন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ৷ অভিযুক্ত নেতা শেখ শাহজাহানের বিষয়ে যেখানে খোদ তৃণমূল নেতৃত্ব নিশ্চুপ সেখানে কারামন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই জট পাকিয়েছে দলের অন্দরে ৷ 21 দিন হল সন্দেশখালির যে তৃণমূল নেতার কোনও খোঁজ পাচ্ছে না ইডি ও পুলিশ, সেখানে সেই দলীয় নেতা কোথায় আছেন তা এত স্পষ্টভাবে কী করে জানাচ্ছেন কারামন্ত্রী ?

5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি হানা দিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ অভিযুক্ত নেতা শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে গ্রামবাসীদের একাংশ হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী ও ইডির আধিকারিকদের উপর ৷ রক্তাক্ত অবস্থায় কোনওরকমে প্রাণ হাতে করে বাধ্য হয়ে এলাকা ছাড়েন তাঁরা ৷ এই ঘটনার পর 21 দিন কেটে গেলেও এখনও 'নিখোঁজ' অভিযুক্ত শাহজাহান ৷ এর মধ্যেই তাঁর চিকিৎসা করাতে যাওয়া নিয়ে কারামন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন :

  1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  2. সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও
  3. ইডির তল্লাশিতে উঠে এল শাহজাহান ঘনিষ্ঠ চার তৃণমূল নেতার নাম

কারামন্ত্রী অখিল গিরির বক্তব্য

হলদিয়া, 26 জানুয়ারি: যাকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সন্দেশখালির সেই তৃণমূল নেতার ঠিকানা দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ৷ "চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে আছে শাহজাহান ", বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় শ্রমিক মেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কারামন্ত্রী অখিল গিরি ৷

তিনি এদিন আরও বলেন,"পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না । অপরাধী কিন্তু ধরা পড়বে । শাহজাহান অসুস্থ ছিল । তাই চিকিৎসার জন্য বাইরে গিয়েছে । পশ্চিমবঙ্গের বাইরে আছে হয়ত ৷ তাই পুলিশ খুঁজে পাচ্ছে না ৷ পশ্চিমবঙ্গে থাকলে খুঁজে পেয়ে যেত ৷" তবে ইডি কিংবা পুলিশের কাছে আত্মসমর্পণ নিয়ে মন্ত্রীর বক্তব্য,"আত্মসমর্পণ করবেন কি না, সেটা তাঁর ব্যাপার ৷"

কারামন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ৷ অভিযুক্ত নেতা শেখ শাহজাহানের বিষয়ে যেখানে খোদ তৃণমূল নেতৃত্ব নিশ্চুপ সেখানে কারামন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই জট পাকিয়েছে দলের অন্দরে ৷ 21 দিন হল সন্দেশখালির যে তৃণমূল নেতার কোনও খোঁজ পাচ্ছে না ইডি ও পুলিশ, সেখানে সেই দলীয় নেতা কোথায় আছেন তা এত স্পষ্টভাবে কী করে জানাচ্ছেন কারামন্ত্রী ?

5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি হানা দিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ অভিযুক্ত নেতা শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে গ্রামবাসীদের একাংশ হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী ও ইডির আধিকারিকদের উপর ৷ রক্তাক্ত অবস্থায় কোনওরকমে প্রাণ হাতে করে বাধ্য হয়ে এলাকা ছাড়েন তাঁরা ৷ এই ঘটনার পর 21 দিন কেটে গেলেও এখনও 'নিখোঁজ' অভিযুক্ত শাহজাহান ৷ এর মধ্যেই তাঁর চিকিৎসা করাতে যাওয়া নিয়ে কারামন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন :

  1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  2. সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও
  3. ইডির তল্লাশিতে উঠে এল শাহজাহান ঘনিষ্ঠ চার তৃণমূল নেতার নাম
Last Updated : Jan 27, 2024, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.