ETV Bharat / state

'বিজেপিকে চাই ! বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়', পোস্টারে ছয়লাপ রায়গঞ্জ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 8:11 PM IST

BJP Poster in Raiganj: লোকসভা নির্বাচনের আগে সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টার পড়ল রায়গঞ্জে ৷ তাতে লেখা, বিজেপিকে চাই ! বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয় ৷ পোস্টারকে ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি ৷

BJP Poster
পোস্টারে ছয়লাপ রায়গঞ্জ

সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টার রায়গঞ্জে

রায়গঞ্জ, 11 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে আবারও পোস্টার পড়ল রায়গঞ্জে। এবারে সরাসরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরির নামে পড়ল পোস্টার । পোস্টারে লেখা রয়েছে, "বিজেপিকে চাই ! বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয় ।" এই পোস্টার ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷

উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যকর্তা বৃন্দের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে বলে দাবি। এর ফলে জেলা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল ফের একবার প্রকাশ্যে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি এই পোস্টারের মাধ্যমে বিজেপির কর্মীরা জেলা নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে দাবি তৃণমূলের । যদিও এর পেছনে বিরোধীদের চক্রান্তই দেখছে গেরুয়া শিবির ৷ শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও নেতা-কর্মীর যোগ নেই বলে সাফ জানিয়েছে নেতৃত্ব ।

BJP Poster
সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টার রায়গঞ্জে

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, "জেলায় বিজেপিকে ভয় পেয়ে বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে । বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ।" তৃণমূলের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার বলেন,"এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর আগেও বিজেপির নেতা-কর্মীরা সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিলেন। এ জেলায় বিজেপির সংগঠন তলানিতে এসে ঠেকেছে । এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই ।"

উল্লেখ্য, রায়গঞ্জে এর আগেও দু'বার জেলার ভূমিপুত্র/কন্যাদের ভোটে প্রার্থী করতে হবে বলে পোস্টার পড়েছিল । তাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে । তবে এবার সরাসরি সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টার লাগানোর ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে । লোকসভা নির্বাচনের আগে এ ধরনের পোস্টারে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন:

  1. দার্জিলিংয়ে বিজেপি বিরোধী পোস্টার, রাজু বিস্তা ও নিরজ জিম্বার পদত্যাগ দাবি
  2. সিপিএমের দলীয় কার্যালয়ে 'বাংলায় বিকল্প রাজনীতি' পোস্টার! জল্পনা তুঙ্গে
  3. শুভেন্দু চোর, গুজরাত দাঙ্গার নায়ক মোটা ভাই ! বিজেপির সভার আগে পোস্টারে ছয়লাপ হলদিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.