ETV Bharat / state

সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতেই বিএসএফকে আক্রমণ মমতার, দাবি নিশীথের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 10:13 PM IST

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও নিশীথ প্রামাণিক

Nisith Pramanik on Mamata Banerjee: বিএসএফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ এছাড়াও মুখ্যমন্ত্রীর 210টি রাজবংশী স্কুলের অনুমোদন দেওয়া নিয়েও মন্তব্য করলেন অমিত শাহের ডেপুটি।

কোচবিহার, 29 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পালটা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । সোমবার কোচবিহারে এসে বিএসএফের অত্যাচার প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রয়োজনে বিএসএফের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছেন মমতা। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিশীথ বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্ত নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ নিয়ে এই ধরনের মন্তব্য করছেন ।"

কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, বিএসএফ সীমান্ত এলাকা সুরক্ষিত রাখার পাশাপাশি এলাকার মানুষের চাষবাসে যাতে সুবিধা হয় সেই জন্যই দিনরাত খেটে চলেছে । খোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে পরিচয় পত্র দেওয়া হয় । অনুপ্রবেশ যাতে না ঘটে সেই জন্য সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেইসব এলাকায় বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিলেন। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলেই সেই সব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায় । অনুপ্রবেশ ঘটত না । জমি অধিগ্রহণ রাজ্য সরকারই করতে পারে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তেমন কিছু করেনি। তাহলে কি অনুপ্রবেশকারীদের দেশে ঢোকাতেই ওই জায়গা অধিগ্রহণ করছে না রাজ্য সরকার ? প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এমনই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । পাশাপাশি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী যে 210টি রাজবংশী স্কুলের সরকারি অনুমোদন দেওয়ার কথা বলেছেন, সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "নিয়ম বহির্ভূতভাবে স্কুলগুলো খোলা হচ্ছে । নিয়োগ পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রয়েছে । পাশাপাশি যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে । উত্তরবাংলার মানুষকে অনেক বোকা বানিয়েছেন ৷ এসব করে আর বোকা বানাতে পারবেন না ।" কোচবিহার বিমানবন্দর ইস্যুতে নিশীথ বলেন, "আমরা একবছর আগে যে বিমান পরিষেবা চালু করেছিলাম সেটা এখনও ভালোভাবে চলছে। তাই উনি লজ্জায় সেই বিমানবন্দরে না নেমে লক্ষ লক্ষ টাকা খরচ করে হেলিপ্যাড তৈরি করে সেখানে নামছেন ।"

আরও পড়ুন :

  1. অত্যাচার করলে বিএসএফের বিরুদ্ধে এফআইআর-এর পরার্মশ মুখ্যমন্ত্রীর
  2. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  3. ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তোপ, বকেয়া টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধরনায় মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.