ETV Bharat / politics

ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তোপ, বকেয়া টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধরনায় মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 3:58 PM IST

Updated : Jan 29, 2024, 4:12 PM IST

Mamata Banerjee threatens to sit on dharna: শিলিগুড়ি ও কোচবিহারের সভা থেকেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শিলিগুড়িতে ঘোষণা করেছেন যে, বকেয়া টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধরনায় বসবেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

কোচবিহার/শিলিগুড়ি, 29 জানুয়ারি: ইঙ্গিত আগেই দিয়েছিলেন ৷ এ বার লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিলিগুড়ির সভা থেকে তিনি ফের সরব হলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ৷ জানালেন, রাজ্যের বকেয়া টাকা দেওয়ার জন্য 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছেন তিনি ৷ সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও টাকা না এলে, 2 তারিখ থেকে তিনি নিজে 'কেন্দ্রীয় বঞ্চনা'র প্রতিবাদে ধরনায় বসবেন ৷ পাশাপাশি যাঁরা 100 দিনের কাজের টাকা পাননি এবং আবাস যোজনার ঘর পাননি, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

সোমবার প্রথমে কোচবিহারে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাসমেলার মাঠের প্রশাসনিক সভামঞ্চে বক্তব্য রাখার সময় কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, একশো দিনের কাজ করিয়েও আর মানুষদের টাকা দেওয়া হচ্ছে না । বাংলার মানুষদের আবাস যোজনার ঘর বরাদ্দ করা হচ্ছে না । 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারপর মানুষদের নিয়ে আন্দোলনে নামব ।"

তিনি আরও বলেন, "মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে এটা হবে না । রাস্তার টাকা দেবে না । 100 দিনের কাজের টাকা দেবে না ৷ যাঁরা 100 দিনের কাজের টাকা পাননি, তাঁদের নিয়ে আলাদা করে মিটিং করব । যাঁরা গ্রামীণ আবাস যোজনার ঘর পাননি, তাঁদের নিয়ে মিটিং করব । কেন্দ্র না দিলে বয়ে গেল । আমি যতক্ষণ আছি আপনাদের পাশে আছি । আপনাদের সব করে দেব ।"

কোচবিহারের পর শিলিগুড়ির সভা থেকেও এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ তিনি সরাসরি ঘোষণা করেন যে, 1 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে বকেয়া টাকা না দেওয়া হলে, 2 তারিখ থেকে ধরনায় বসবেন তিনি ৷ মমতা বলেন, "কেন্দ্র টাকা দিচ্ছে না ৷ বঞ্চনা করছে ৷ প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি ৷ নইলে 2 তারিখে নিজে ধরনায় বসব ৷ বুথে বুথে ধরনা চলবে ৷ যাঁরা 100 দিনের টাকা পাননি, ঘর পাননি, তাঁদের সঙ্গে সামনি সামনি কথা বলে আমি যা করার করব ৷ 2 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র ৷ ভোটের আগে শুধু বলে টাকা দেব, চা বাগান খুলব ৷ কিছুই করে না ৷ আমরা বন্ধ চা বাগান টেক ওভার করতে চেয়েছিলাম ৷ তাও দেয়নি ৷"

উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসে সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, সাতদিনের মধ্যে কেন্দ্র বকেয়া মেটাতে কোনও পদক্ষেপ না করলে আন্দোলনের পথে হাঁটবে রাজ্যের শাসকদল ৷ ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছিলেন বলে খবর ৷ আর এ বার উত্তরবঙ্গ সফরে গিয়ে সরাসরি এ কথা ঘোষণা করলেন তিনি ৷

প্রসঙ্গত, দু'দিনের সফরে রবিবার সন্ধ্যায় কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সেখানকার প্রশাসনিক সভা থেকে 198টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি ।

আরও পড়ুন:

  1. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  2. অত্যাচার করলে বিএসএফের বিরুদ্ধে এফআইআর-এর পরার্মশ মুখ্যমন্ত্রীর
  3. বকেয়া নিয়ে কেন্দ্রকে সাতদিনের সময়সীমা, ফের আন্দোলনের ইঙ্গিত মমতার
Last Updated : Jan 29, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.