ETV Bharat / state

সাঁইথিয়ায় অনুব্রতর মুক্তির প্রার্থনায় হরিনাম সংকীর্তন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 7:53 PM IST

Harinaam Kirtan Arrenged for Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় সাঁইথিয়ায় হরিনাম সংকীর্তন আয়োজন করা হল ৷ তৃণমূল যুবর সাঁইথিয়া ব্লক সংগঠন এই হরিনাম সংকীর্তন শুরু করেছে ৷ উল্লেখ্য, 2022 সালে গরুপাচার মামলায় সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ৷ প্রথমে আসানসোলের সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ পরে তাঁকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় সাঁইথিয়ায় হরিনাম সংকীর্তন

সাঁইথিয়া, 29 জানুয়ারি: অনুব্রত মণ্ডলের বন্দিদশা থেকে মুক্তির প্রার্থনায় শুরু হল হরিনাম সংকীর্তন ৷ সাঁইথিয়া ব্লকের তৃণমূল যুব সংগঠন এই সংকীর্তনোর আয়োজন করেছে ৷ আয়োজকরা জানিয়েছেন, যতদিন না অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ছাড়া পাচ্ছেন, ততদিন চলবে এই হরিনাম ৷ উল্লেখ্য, বীরভূম জেলায় তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা কমিটির নেতা-মন্ত্রীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, সেই বৈঠকে অনুব্রতর ছাড়া পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তার পরেই বীরভূম জেলায় তৃণমূল ফের নড়েচড়ে বসেছে ৷

24 জানুয়ারি বীরভূম জেলার নেতা-মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে একদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ক্ষমতা ছেঁটে দিয়েছেন মমতা ৷ সেই সঙ্গে তৃণমূলের সংগঠন পরিচালনার জন্য তৈরি করা কোর কমিটি ছোট করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেই তাঁকে পুনরায় স্বসম্মানে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে ফেরানোর নির্দেশ দিয়েছেন মমতা ৷

সূত্রের খবর, অনুব্রতর অনুগামীদের বাদ দিয়ে সংগঠনের কাজ করা যাবে না বলেও নাকি, মমতা নির্দেশ দিয়েছেন ৷ আর তারপরেই বীরভূমে তৃণমূলের ভিতরে অন্যরকম হাওয়া ৷ এতদিন চুপচাপ থাকা অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত নেতাকর্মীরা হঠাৎই গা-ঝাড়া দিয়ে উঠেছেন ৷ অনুব্রত মণ্ডলের দ্রুত ছাড়া পাওয়ার আসায় সাঁইথিয়ায় শুরু হয়েছে হরিনাম সংকীর্তন ৷ সাঁইথিয়া ব্লকের তৃণমূল যুবনেতারা এই আয়োজন করেছেন ৷ তারা জানিয়েছে, যতদিন না অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ছাড়া পেয়ে ফিরছেন, ততদিন চলবে এই সংকীর্তন ৷

সাঁইথিয়া শহরের তৃণমূল কংগ্রেস যুবর সভাপতি সুমিত দাস বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের নেতা ৷ উনি জননেতা ৷ ওনার জন্যই হরিনামের আয়োজন করা হয়েছে ৷ তিনি যতদিন না জেল থেকে ছাড়া পাবেন, ততদিন আমরা হরিনাম চালিয়ে যাব ৷"

আরও পড়ুন:

  1. কাজলের ডানা ছেঁটে অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথকে বেশি বিধানসভার দায়িত্ব মমতার
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই

অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় সাঁইথিয়ায় হরিনাম সংকীর্তন

সাঁইথিয়া, 29 জানুয়ারি: অনুব্রত মণ্ডলের বন্দিদশা থেকে মুক্তির প্রার্থনায় শুরু হল হরিনাম সংকীর্তন ৷ সাঁইথিয়া ব্লকের তৃণমূল যুব সংগঠন এই সংকীর্তনোর আয়োজন করেছে ৷ আয়োজকরা জানিয়েছেন, যতদিন না অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ছাড়া পাচ্ছেন, ততদিন চলবে এই হরিনাম ৷ উল্লেখ্য, বীরভূম জেলায় তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা কমিটির নেতা-মন্ত্রীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, সেই বৈঠকে অনুব্রতর ছাড়া পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তার পরেই বীরভূম জেলায় তৃণমূল ফের নড়েচড়ে বসেছে ৷

24 জানুয়ারি বীরভূম জেলার নেতা-মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে একদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ক্ষমতা ছেঁটে দিয়েছেন মমতা ৷ সেই সঙ্গে তৃণমূলের সংগঠন পরিচালনার জন্য তৈরি করা কোর কমিটি ছোট করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেই তাঁকে পুনরায় স্বসম্মানে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে ফেরানোর নির্দেশ দিয়েছেন মমতা ৷

সূত্রের খবর, অনুব্রতর অনুগামীদের বাদ দিয়ে সংগঠনের কাজ করা যাবে না বলেও নাকি, মমতা নির্দেশ দিয়েছেন ৷ আর তারপরেই বীরভূমে তৃণমূলের ভিতরে অন্যরকম হাওয়া ৷ এতদিন চুপচাপ থাকা অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত নেতাকর্মীরা হঠাৎই গা-ঝাড়া দিয়ে উঠেছেন ৷ অনুব্রত মণ্ডলের দ্রুত ছাড়া পাওয়ার আসায় সাঁইথিয়ায় শুরু হয়েছে হরিনাম সংকীর্তন ৷ সাঁইথিয়া ব্লকের তৃণমূল যুবনেতারা এই আয়োজন করেছেন ৷ তারা জানিয়েছে, যতদিন না অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ছাড়া পেয়ে ফিরছেন, ততদিন চলবে এই সংকীর্তন ৷

সাঁইথিয়া শহরের তৃণমূল কংগ্রেস যুবর সভাপতি সুমিত দাস বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের নেতা ৷ উনি জননেতা ৷ ওনার জন্যই হরিনামের আয়োজন করা হয়েছে ৷ তিনি যতদিন না জেল থেকে ছাড়া পাবেন, ততদিন আমরা হরিনাম চালিয়ে যাব ৷"

আরও পড়ুন:

  1. কাজলের ডানা ছেঁটে অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথকে বেশি বিধানসভার দায়িত্ব মমতার
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.