ETV Bharat / state

সিবিআই আধিকারিকদের সামনেই নোটিশ ছিঁড়লেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তের স্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 3:46 PM IST

Habibur Rahman Accused in Sandeshkhali Case: সিবিআই আধিকারিকদের সামনেই নোটিশ ছিঁড়লেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত হাবিবুর রহমানের স্ত্রী ৷ সোমবার সিবিআই আধিকারিকরা হাবিবুর রহমানের বাড়িতে যান 5 জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় হাবিবুরকে নোটিশ দিতে ৷ তখনই এই ঘটনাটি ঘটে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 12 জানুয়ারি: ইডির উপর হামলার ঘটনায় সন্দেশখালির বেরমজুর গ্রামের হাবিবুর রহমানকে নোটিশ দিল সিবিআই ৷ কিন্তু, সেই নোটিশ সিবিআই আধিকারিকদের সামনেই ছিঁড়ে ফেলে দিলেন অভিযুক্ত হাবিবুরের স্ত্রী ৷ কিন্তু, পরে নোটিশের একটি ফটোকপি হাবিবুরের মায়ের হাতে ধরিয়ে দিয়ে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ সিবিআই সূত্রের খবর, এই নোটিশ দেওয়ার সময় সিবিআই আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কিও করেছিলেন হাবিবুরের স্ত্রী ৷

গত 5 জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে শাহজাহানের নির্দেশে এই হামলার পরিকল্পনা করেছিলেন তাঁর ডান ও বাঁ-হাত বলে পরিচিত জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স ৷ গতকাল দিনভর দু’জনকে জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন এবং দিদার বক্সকে গ্রেফতার করে সিবিআই ৷ তাদের জেরা করেই বেরমজুরের বাসিন্দা হাবিবুর রহমানের নাম জানতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

সেই মতো গতকাই একটি দল সন্দেশখালির বেরমজুর গ্রামে হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতে যায় ৷ কিন্তু, সেখানে হাবিবুর ছিলেন না ৷ তাঁর স্ত্রীর হাতে সেই নোটিশ ধরান আধিকারিকরা ৷ কিন্তু, নোটিশ হাতে নিয়েই তা ছিঁড়ে ফেলেন হাবিবুরের স্ত্রী ৷ তবে, এক মুহূর্তের জন্যও মেজাজ হারাননি সিবিআই আধিকারিকরা ৷ ফের গ্রামের একটি দোকান থেকে সেই নোটিশের ফটোকপি অভিযুক্ত হাবিবুর রহমানের মায়ের হাতে দিয়ে আসে সিবিআই ৷

কে এই হাবিবুর রহমান ?

সিবিআই সূত্রের খবর, গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে অভিযান করার জন্য যখন ইডি প্রস্তুতি নিচ্ছিল ৷ তখন ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিলেন হাবিবুর ৷ সেই হামলার অন্যতম মাথা ছিল এই হাবিবুর রহমান এবং তাঁর বাবা ৷ সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতে সোমবার রাতেই বেরমজুর গ্রামে পৌঁছে যায় সিবিআই ৷ আজ মঙ্গলবার হাবিবুর রহমানকে তলব করা হয়েছিল ৷ সিবিআই সূত্রে খবর

আরও পড়ুন:

  1. ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, হেফাজতে 3 শাহজাহান ঘনিষ্ঠ
  2. ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই, খতিয়ে দেখল হামলার ভিডিয়ো ফুটেজ
  3. জিয়াউল ও দিদার বক্সকে জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি, জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা শাহজাহানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.