ETV Bharat / state

পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের - Kolkata International Book Fair

Kolkata International Book Fair: মেলায় আসা শিশুদের পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে পালিত হলো বইমেলার শিশু দিবস ৷ প্রতিবছরই বইমেলার প্রথম রবিবার শিশুদিবস পালন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : January 22, 2024 at 1:54 PM IST

2 Min Read
বইমেলার 'শিশু দিবস' পালন

কলকাতা, 22 জানুয়ারি: প্রযুক্তি থাবা বসিয়েছে শৈশবেও ৷ একটা সময় ছোটবেলা মানেই ছিল পাণ্ডব গোয়েন্দা, টিনটিন, হাঁদা-ভোদা, বাঁটুল-দি-গ্রেটের মতো কমিকসের বই ৷ শিশুদের সেই রূপ কথায় ভরা শৈববকে ফরিয়ে দিতেই এবার বইমেলা পালিত হল 'শিশুদিবস' ৷ এদিনের বিশেষ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 ৷

সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে 47 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ প্রতিবছরই বইমেলার প্রথম রবিবার শিশুদিবস পালন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড ৷ এবছরও তার অন্যথা হয়নি ৷ এ বছর সাড়ম্বরে পালিত হল শিশুদিবস ৷ এদিন লেখক ষষ্ঠীপদ চট্টপাধ্যায়ের অমর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 বইটি মেলায় আসা শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে । প্রায় 10 হাজার বই তুলে দেওয়া হয়েছে শিশুদের হাতে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক ও সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে, লেখক প্রচেত গুপ্ত । এদিন গিল্ডের দফতরের সামনেই এই বই শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এ প্রসঙ্গেই কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "প্রতিবছর শিশু দিবস পালন করি। এবছর পাণ্ডব গোয়েন্দা দিচ্ছি। তার সঙ্গে একটা রাসবিহারী বসুর জীবনী দিচ্ছি । আগামিদিনে ভেবেছি বাচ্চাদের জন্য একটা আলাদা বইমেলা করার । অধিকাংশ শিশুই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।মোবাইল ছাড়া উপায় নেই ৷ পড়াশোনাও হয় মোবাইলের মাধ্যমে। পাঠ্য বই ছাড়া অন্য ধরনের বইয়ের সঙ্গে এখনকার বাচ্চাদের সম্পর্ক তেমন নেই । বাবা মায়েদের কাছে অনুরোধ সন্তানদের যেন বই পড়ার অভ্যাস করেন।"

গত বছর মার্চ মাসে মৃত্যু হয় পাণ্ডব গোয়েন্দা শ্রষ্ঠা ষষ্ঠী চট্টপাধ্যায়ের। তাঁকে স্মরণ করেই তাঁর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা বইটি শিশুদের মধ্যে বিলি করা হয়েছে । গত বছর সুকুমার রায়ের আবলতাবলের 100 বছর উপলক্ষ্যে সেই বই বিলি করা হয়েছিল। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার চাইল্ড প্যাভিলিয়ন থিমও পাণ্ডব গোয়েন্দা। এছাড়াও এদিন বাচ্চাদের হাত রাসবিহারী বসুর জীবনী কর্মকাণ্ড সংক্রান্ত লেখা একটু পুস্তিকা বিনামূল্যেই তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা

দুই বাংলার মত বিনিময়-আলোচনা-কবিতায় বইমেলায় বাংলাদেশ দিবস

লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

বইমেলার 'শিশু দিবস' পালন

কলকাতা, 22 জানুয়ারি: প্রযুক্তি থাবা বসিয়েছে শৈশবেও ৷ একটা সময় ছোটবেলা মানেই ছিল পাণ্ডব গোয়েন্দা, টিনটিন, হাঁদা-ভোদা, বাঁটুল-দি-গ্রেটের মতো কমিকসের বই ৷ শিশুদের সেই রূপ কথায় ভরা শৈববকে ফরিয়ে দিতেই এবার বইমেলা পালিত হল 'শিশুদিবস' ৷ এদিনের বিশেষ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 ৷

সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে 47 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ প্রতিবছরই বইমেলার প্রথম রবিবার শিশুদিবস পালন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড ৷ এবছরও তার অন্যথা হয়নি ৷ এ বছর সাড়ম্বরে পালিত হল শিশুদিবস ৷ এদিন লেখক ষষ্ঠীপদ চট্টপাধ্যায়ের অমর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 বইটি মেলায় আসা শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে । প্রায় 10 হাজার বই তুলে দেওয়া হয়েছে শিশুদের হাতে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক ও সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে, লেখক প্রচেত গুপ্ত । এদিন গিল্ডের দফতরের সামনেই এই বই শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এ প্রসঙ্গেই কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "প্রতিবছর শিশু দিবস পালন করি। এবছর পাণ্ডব গোয়েন্দা দিচ্ছি। তার সঙ্গে একটা রাসবিহারী বসুর জীবনী দিচ্ছি । আগামিদিনে ভেবেছি বাচ্চাদের জন্য একটা আলাদা বইমেলা করার । অধিকাংশ শিশুই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।মোবাইল ছাড়া উপায় নেই ৷ পড়াশোনাও হয় মোবাইলের মাধ্যমে। পাঠ্য বই ছাড়া অন্য ধরনের বইয়ের সঙ্গে এখনকার বাচ্চাদের সম্পর্ক তেমন নেই । বাবা মায়েদের কাছে অনুরোধ সন্তানদের যেন বই পড়ার অভ্যাস করেন।"

গত বছর মার্চ মাসে মৃত্যু হয় পাণ্ডব গোয়েন্দা শ্রষ্ঠা ষষ্ঠী চট্টপাধ্যায়ের। তাঁকে স্মরণ করেই তাঁর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা বইটি শিশুদের মধ্যে বিলি করা হয়েছে । গত বছর সুকুমার রায়ের আবলতাবলের 100 বছর উপলক্ষ্যে সেই বই বিলি করা হয়েছিল। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার চাইল্ড প্যাভিলিয়ন থিমও পাণ্ডব গোয়েন্দা। এছাড়াও এদিন বাচ্চাদের হাত রাসবিহারী বসুর জীবনী কর্মকাণ্ড সংক্রান্ত লেখা একটু পুস্তিকা বিনামূল্যেই তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা

দুই বাংলার মত বিনিময়-আলোচনা-কবিতায় বইমেলায় বাংলাদেশ দিবস

লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.