ETV Bharat / state

চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কিত রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের যাত্রীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 1:02 PM IST

Fire in Running Train: যান্ত্রিক গোলযোগে ব্যাহত ট্রেন পরিষেবা ৷ শনিবার কুলিক এক্সপ্রেসে আগুন দেখতে পান যাত্রীরা ৷ চাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ রেলকর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করেন ৷ তার পর রাধিকাপুর থেকে আসা ওই ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয় ৷ ঘটনাটি ঘটে মালদার খালতিপুর ও চামাগ্রাম স্টেশনেরমালদার খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝে ৷

Fire in Running Train
Fire in Running Train

মালদা, 3 ফেব্রুয়ারি: সাতসকালে বিপত্তি ৷ রাধিকাপুর থেকে হাওড়া যাওয়ার পথে ডাউন কুলিক এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ শনিবার সকালে মালদার খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝামাঝি সুলতানগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে ৷ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ ঘণ্টাখানেকের মধ্যে ত্রুটি মেরামতি হয় ৷ তার পর ফের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ট্রেন ৷ রেলের তরফে জানানো হয়েছে, চাকায় যান্ত্রিক গোলযোগের জন্যই এই ঘটনা ঘটেছে ৷

প্রতিদিনের মতো এ দিন সকাল সোওয়া ন’টা নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় 13054 নম্বর ডাউন রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস ৷ ট্রেনটি খালতিপুর স্টেশন পেরোতেই অসংরক্ষিত একটি কামরার নিচ থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা ৷ সেই ঘটনা দেখতে পান চালকও ৷ সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয় ৷ আতঙ্কিত যাত্রীরা কামরা থেকে নিচে নেমে আসেন ৷ ঘটনাস্থলের দিকে ছুটে যান স্থানীয় মানুষজনও ৷

Fire in Running Train
মালদায় চলন্ত রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে আগুন৷ শনিবার৷

পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ওই কামরার ‘ব্রেক বাইন্ডিং’ থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ কোনও কারণে সেই ব্রেক বাইন্ডিং টাইট হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ৷ খানিক বাদেই রেলের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান ৷ তাঁরা সেই যান্ত্রিক ত্রুটি ঠিক করে দিলে ঘণ্টাখানেক বাদে ট্রেনটি ফের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ৷

Fire in Running Train
মালদায় চলন্ত রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে আগুন৷ শনিবার৷

মালদা টাউন স্টেশন থেকে ওই কামরাতেই উঠেছিলেন কৌশিস সাহা ৷ কলকাতার একটি কলেজে পড়াশোনা করেন তিনি ৷ তিনি বলেন, “মালদা স্টেশন ছাড়তেই ট্রেনের চাকা থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছিল ৷ খালতিপুর স্টেশন পেরোনোর পর সেই আওয়াজ ভীষণ বেড়ে যায় ৷ তখনই নজরে আসে, ট্রেনের নিচ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে ৷ কামরার যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন ৷ যদিও তখনই ট্রেন থেমে যায়৷ আতঙ্কে যাত্রীরা কামরা থেকে বেরিয়ে আসেন ৷ সৌভাগ্যের কথা, বড়সড় কোনও ঘটনা ঘটেনি ৷ ভালোভাবে পরীক্ষা করে ট্রেন ছাড়া উচিত রেল কর্তৃপক্ষের ৷”

রেলের তরফে জানানো হয়েছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে ৷ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ খবর পেয়ে কর্মীরা সঙ্গে সঙ্গে ত্রুটি মেরামত করে দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের
  2. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের
  3. বন্দে ভারতে চড়তে গিয়ে মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী, দেখুন সিসিটিভি ফুটেজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.