Vande Bharat Express: বন্দে ভারতে চড়তে গিয়ে মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী, দেখুন সিসিটিভি ফুটেজ

Vande Bharat Express: বন্দে ভারতে চড়তে গিয়ে মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী, দেখুন সিসিটিভি ফুটেজ
মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস থেকে পড়ে গেলেন এক যাত্রী (Passenger fell down from Vande Bharat Express) ! তারপর কী হল ? দেখুন ভিডিয়ো ৷
মালদা, 22 জানুয়ারি: আবারও সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তবে, এবার আর পাথর ছোড়ার মতো কোনও ঘটনা ঘটেনি ৷ বরং আরও মর্মান্তিক ঘটনা ঘটতে ঘটতে কোনওমতে আটকানো সম্ভব হয়েছে ৷ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে পা হড়কে পড়ে যান এক যাত্রী (Passenger fell down from Vande Bharat Express) ! তবে প্ল্য়াটফর্মে থাকা অন্যদের তৎপরতায় বেঁচে যান তিনি ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) ৷ ঘটনার জন্য ওই যাত্রীকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷
শনিবারের সন্ধের ওই হাড় হিম করা ঘটনার দৃশ্য বন্দি হয়েছে মালদা টাউন স্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage) ৷ সেই ভিডিয়ো সামনে আসে রবিবার ৷ আর তারপর থেকেই এ নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল 5টা 51 মিনিট নাগাদ ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় ৷ সন্ধে 6টা নাগাদ ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয় ৷ ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই সময়েই দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ সেই ট্রেন থেকে পড়ে যান তিনি ৷ ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশ দিয়ে তাঁর শরীরের খানিকটা অংশ গলে যায় ! তা দেখে চিৎকার করে ওঠেন বাকিরা ৷
আরও পড়ুন: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !
বিষয়টি ট্রেনে সওয়ার রেলকর্মী এবং কর্তব্যরত আরপিএফ জওয়ানদের নজরে আসে ৷ ট্রেন খানিকটা এগিয়ে গিয়ে থেমে যায় ৷ প্ল্য়াটফর্মে থাকা বাকিরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে টেনে তোলেন ৷ ছুটে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দুই কর্তব্যরত আধিকারিকও ৷ সকলের প্রচেষ্টায় প্রাণ বেঁচে যায় ওই যাত্রীর ৷
রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যাত্রীর নাম শিবশংকর বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বয়স 40 বছর ৷ খুব সম্ভবত, তাঁর স্টেশনের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল ৷ তিনি প্ল্য়াটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দেয় ৷ তাই দৌড়ে বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন তিনি ৷ এই ঘটনায় সাময়িক কিছুটা হতভম্ব হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন শিবশংকর ৷ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসে উঠেই নিজের গন্তব্যে রওনা দেন শংকর ৷ সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ তাঁর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে ৷ তবে, রেলের আবেদন, যতই দেরি হোক না কেন, কোনও যাত্রীই যেন এভাবে জীবন হাতে করে চলন্ত ট্রেনে ওঠার, বা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা না করেন ৷
