ETV Bharat / state

অমানবিক হাসপাতাল ! পরিযায়ী শ্রমিকের দেহ ছাড়াতে জমি বন্ধক পরিবারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 7:37 PM IST

Migrant Worker Death: মৃত শ্রমিকের নাম ইলিয়াস আলি ৷ বয়স 48 বছর ৷ চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে তাঁর বাড়ি ৷ পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই ছেলে, দুই মেয়ে ৷ দুই ছেলেও পরিযায়ী শ্রমিক ৷ বর্তমানে ভিনরাজ্যে কর্মরত ৷

Etv Bharat
Etv Bharat

অমানবিক হাসপাতাল

মালদা, 10 ফেব্রুয়ারি: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আরও একবার অমানবিকতার অভিযোগ ৷ যদিও বাংলা নয়, এক্ষেত্রে অভিযুক্ত পঞ্জাবের একটি বেসরকারি হাসপাতাল ৷ বিল না-মেটানোয় মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ বাড়িতে ফিরিয়ে আনতে দেয়নি ওই হাসপাতাল কর্তৃপক্ষ ৷ শেষ পর্যন্ত নিজেদের শেষ সম্বল, সাড়ে 17 কাঠা জমি বন্ধক রেখে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনলেন পরিবারের লোকজন ৷ মৃত শ্রমিকের পাশে থাকার বার্তা দিলেও এখনও তাঁর বাড়িতে যাননি স্থানীয় বিধায়ক কিংবা প্রশাসনের কেউ ৷ সবমিলিয়ে ভেঙে পড়েছেন মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা ৷

বছর আটচল্লিশের মৃত শ্রমিকের নাম ইলিয়াস আলি ৷ চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে তাঁর বাড়ি ৷ পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই ছেলে, দুই মেয়ে ৷ দুই ছেলেও পরিযায়ী শ্রমিক ৷ বর্তমানে ভিনরাজ্যে কর্মরত ৷ সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়েছেন ইলিয়াস ৷ সেই বিয়ে দিতে প্রচুর ঋণ হয়ে যায় তাঁর ৷ তাই দিন সাতেক আগে পঞ্জাবের একটি রাইস মিলে কাজ করতে যান তিনি ৷ সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পেটের অসহ্য যন্ত্রণায় কাহিল হয়ে পড়েছিলেন তিনি ৷ সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ৷ সেখানে তাঁর পেটে অস্ত্রোপচারও হয় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ বৃহস্পতিবার সন্ধেয় মারা যান ইলিয়াস ৷

মৃত্যুর পর ইলিয়াসের দেহ গ্রামে ফেরানোর চেষ্টা করতেই সমস্যার মুখে পড়েন তাঁর সহকর্মীরা ৷ পঞ্জাবের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, বকেয়া বিল পরিশোধ না-করলে তারা দেহ ছাড়বে না ৷ বিষয়টি জানতে পেরে ফাঁপড়ে পড়ে যান পরিবারের সদস্যরাও ৷ শেষ পর্যন্ত পরিবারের শেষ সম্বল, সাড়ে 17 কাঠা জমি এক ব্যক্তির কাছে বন্ধক রেখে 70 হাজার টাকা ঋণ নেওয়া হয় ৷ সেই টাকা দিয়ে বিল পরিশোধের পরেই হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ছাড়ে ৷ শনিবার বেলা 12টা নাগাদ গ্রামে ফিরে আসে ইলিয়াসের মৃতদেহ ৷ ইলিয়াসের স্ত্রী হাসিনা বিবি আজ বলেন, “সংসারে টাকা-পয়সার প্রয়োজন ছিল ৷ এক মেয়ের বিয়ে দিতে অনেক ঋণ হয়ে গিয়েছিল ৷ আরও একটি মেয়ের বিয়ে দেওয়া বাকি ৷ তাই ও বাইরে কাজ করতে গিয়েছিল ৷ দু’দিন কাজ করার পরেই অসুস্থ হয়ে পড়ে ৷ অসহ্য পেট ব্যথার সঙ্গে বমি হচ্ছিল ৷ ওখানে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও ওকে বাঁচানো যায়নি ৷ হাসপাতাল থেকে বলেছিল, বিল না মেটালে দেহ ছাড়বে না ৷ আমাদের হাতে টাকাপয়সা নেই ৷ তাই জমি বন্ধক রেখে 70 হাজার টাকা পাঠাতে বাধ্য হই ৷ বিল মেটানোর পর ওরা দেহ ছেড়েছে ৷ ওই জমিই ছিল আমাদের শেষ সম্বল ৷ এখনও পর্যন্ত কোনও সরকারি কিংবা বেসরকারি সাহায্য আমাদের কাছে আসেনি ৷”

মৃতের প্রতিবেশী সাদ্দাম হোসেন বলেন, “ইলিয়াস বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মারা যান ৷ আমরা তাঁর বাড়ি এসে জানতে পারি, টাকার জন্য ওখানকার হাসপাতাল দেহ ছাড়ছে না ৷ আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি ৷ আমরা মৃতদেহ ফিরিয়ে আনার টাকার ব্যবস্থা করেছি ৷ সেই টাকাও অবশ্য মৃতের পরিবারকে ফেরত দিতে হবে৷ আমরা শুনেছি, এলাকার বিধায়ক এবং প্রশাসনিক কর্তারা ইলিয়াসের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁরা কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি ৷”

ঘটনাটি শুনে গতকাল চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, “আমি ব্যক্তিগতভাবে মৃত শ্রমিকের পরিবারের পাশে রয়েছি ৷ তাঁর পরিবার নিশ্চিতভাবেই ক্ষতিপূরণ পাবে ৷” চাঁচলের মহকুমাশাসক সৌভিক মুখোপাধ্য়ায় বলেন, “আমি বিডিওকে বিষয়টি খোঁজ নিতে বলেছি ৷ সরকারি নিয়ম মেনে ওই পরিবারকে সহায়তা করা হবে ৷” কিন্তু ইলিয়াসের দেহ পঞ্জাব থেকে বাড়িতে ফিরে এলেও বিধায়ক কিংবা প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি৷ সেকথা স্বীকার করে নিচ্ছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নুরুল ইসলাম ৷ তিনি বলেন, “আমি বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি জানতে পারি ৷ পরদিন সকালে এখানে এসে জানতে পারি, দেহ ফিরিয়ে আনার জন্য পরিবারকে জমি বন্ধক রাখতে হয়েছে ৷ আমি বিডিওকে সব জানিয়েছি ৷ তাঁর কথামতো সমস্ত নথিও তাঁকে পাঠানো হয়েছে ৷ তিনি মৃত শ্রমিকের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কথা বলেছেন ৷ তবে এখনও কোনও ব্যবস্থা হয়নি ৷ বিধায়ক কিংবা প্রশাসনের কেউ এখনও এখানে আসেনি ৷ তবে আমি এই পরিবারের পাশে রয়েছি ৷”

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
  2. মুম্বইয়ের ধাঁচে রাজ্যে মহিলাদের জন্য ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন, মিলবে এই সুবিধাগুলি
  3. সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.