ETV Bharat / state

সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 2:34 PM IST

Updated : Feb 11, 2024, 7:46 AM IST

Suvendu Adhikari: গত বুধবার থেকে উত্তপ্ত সন্দেশখালি ৷ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের গ্রেফতারের দাবিতে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার 144 ধারা জারি করেছে প্রশাসন ৷ বন্ধ করে দেওয়া ইন্টারনেট ৷ এই অবস্থায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদক্ষেপের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি রাজ্যপালকে সময়সীমাও বেঁধে দিয়েছেন ৷

BJP
BJP
রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির

কলকাতা, 10 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবি নিয়ে শনিবার বিধানসভা থেকে রাজভবনে যান শুভেন্দু অধিকারীরা । বিরোধী দলনেতার নেতৃত্বে 50 জনের বেশি বিজেপি বিধায়ক এ দিন রাজভবনের লনে বিক্ষোভ দেখান । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কলকাতায় না থাকায় তাঁর ওএসডি-র হাতের দাবি সনদ তুলে দিলেন শুভেন্দু অধিকারী । 24 ঘণ্টার মধ্যে সন্দেশখালিতে শান্তি না ফিরলে আগামী সোমবার রাজভবন চত্বরের ভিতরেই অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা ।

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

শুধু তাই নয়, সন্দেশখালিতে 144 দ্বারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রবিবারের মধ্যে রাজ্যপালকে সেখানে পৌঁছানোর আবেদন করেছেন শুভেন্দু অধিকারী । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ শনিবারই কেরালা থেকে কলকাতায় ফিরবেন সিভি আনন্দ বোস । সেই কারণেই তাঁর আবেদন, রবিবার সন্দেশখালিতে গিয়ে রাজ্যপাল গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন ৷ কারণ, সন্দেশখালিতে বেছে বেছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর ।

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

রাজভবনের উত্তর দরজার বাইরে 144 ধারার কপি পোড়ানোর পর শুভেন্দু অধিকারী বলেন, "আজ সকালে 144 ধারা জারি ও ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন, রাজ্যপাল প্রমুখদের ট্যাগ করেছি এক্স হ্যান্ডেলে । পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের উপর অত্যাচার চলছে । 14 জনকে গ্রেফতার করা হয়েছে । এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকে রাখা হয় । সিপিএমের কায়দায় সেখানে রাজীব কুমার, মনোজ ভার্মাদের নিয়ে অত্যাচার করা হচ্ছে ।’’

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

তিনি আরও বলেন, ‘‘144 এর কপি পোড়ালাম । রাজ্যপাল কেরালায় আছেন । রাজ্যপাল আজ ফিরবেন । আগামিকাল সেখানে পৌঁছান । সরকারি ক্ষমতা দিয়ে গণরোষ বন্ধ করতে পারবে না । রাজ্যপালকে 24 ঘণ্টা দিলাম । না করলে সোমবার রাজভবনের সিঁড়িতে বসে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেব ।’’

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

তিনি রাজ্যপালের কাছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের রক্ষা করার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তা টিভিতে সম্প্রচার হয়েছে । তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব । কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের সম্মান লুঠ করেছে, তা তুলে ধরা হবে । 500-1000 এ কাজ হবে না ।’’

BJP
রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শনিবার কলকাতায়৷

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, ‘‘সব বিজেপি নেতাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে । 111 জনের নামে FIR করা হয়েছে । রাজ্যপালকে অবিলম্বে সেখানে যেতে হবে । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে । রাজ্যপাল পদক্ষেপ না করলে, শান্তি ফেরাতে না পারলে, সোমবার বিধানসভা থেকে সন্দেশখালি যাব । 144 ধারা ভাঙতে হলে ভাঙব । পারলে ওরা গুলি করুক ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও
  2. বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  3. সন্দেশখালি নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির

কলকাতা, 10 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবি নিয়ে শনিবার বিধানসভা থেকে রাজভবনে যান শুভেন্দু অধিকারীরা । বিরোধী দলনেতার নেতৃত্বে 50 জনের বেশি বিজেপি বিধায়ক এ দিন রাজভবনের লনে বিক্ষোভ দেখান । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কলকাতায় না থাকায় তাঁর ওএসডি-র হাতের দাবি সনদ তুলে দিলেন শুভেন্দু অধিকারী । 24 ঘণ্টার মধ্যে সন্দেশখালিতে শান্তি না ফিরলে আগামী সোমবার রাজভবন চত্বরের ভিতরেই অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা ।

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

শুধু তাই নয়, সন্দেশখালিতে 144 দ্বারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রবিবারের মধ্যে রাজ্যপালকে সেখানে পৌঁছানোর আবেদন করেছেন শুভেন্দু অধিকারী । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ শনিবারই কেরালা থেকে কলকাতায় ফিরবেন সিভি আনন্দ বোস । সেই কারণেই তাঁর আবেদন, রবিবার সন্দেশখালিতে গিয়ে রাজ্যপাল গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন ৷ কারণ, সন্দেশখালিতে বেছে বেছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর ।

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

রাজভবনের উত্তর দরজার বাইরে 144 ধারার কপি পোড়ানোর পর শুভেন্দু অধিকারী বলেন, "আজ সকালে 144 ধারা জারি ও ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন, রাজ্যপাল প্রমুখদের ট্যাগ করেছি এক্স হ্যান্ডেলে । পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের উপর অত্যাচার চলছে । 14 জনকে গ্রেফতার করা হয়েছে । এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকে রাখা হয় । সিপিএমের কায়দায় সেখানে রাজীব কুমার, মনোজ ভার্মাদের নিয়ে অত্যাচার করা হচ্ছে ।’’

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

তিনি আরও বলেন, ‘‘144 এর কপি পোড়ালাম । রাজ্যপাল কেরালায় আছেন । রাজ্যপাল আজ ফিরবেন । আগামিকাল সেখানে পৌঁছান । সরকারি ক্ষমতা দিয়ে গণরোষ বন্ধ করতে পারবে না । রাজ্যপালকে 24 ঘণ্টা দিলাম । না করলে সোমবার রাজভবনের সিঁড়িতে বসে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেব ।’’

BJP
সন্দেশখালি নিয়ে রাজভবনে বিজেপির ধরনা৷

তিনি রাজ্যপালের কাছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের রক্ষা করার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তা টিভিতে সম্প্রচার হয়েছে । তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব । কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের সম্মান লুঠ করেছে, তা তুলে ধরা হবে । 500-1000 এ কাজ হবে না ।’’

BJP
রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শনিবার কলকাতায়৷

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, ‘‘সব বিজেপি নেতাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে । 111 জনের নামে FIR করা হয়েছে । রাজ্যপালকে অবিলম্বে সেখানে যেতে হবে । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে । রাজ্যপাল পদক্ষেপ না করলে, শান্তি ফেরাতে না পারলে, সোমবার বিধানসভা থেকে সন্দেশখালি যাব । 144 ধারা ভাঙতে হলে ভাঙব । পারলে ওরা গুলি করুক ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও
  2. বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  3. সন্দেশখালি নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের
Last Updated : Feb 11, 2024, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.