ETV Bharat / state

কাঁটাতারের ওপারে চারটি বুথ, ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 4:13 PM IST

Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে সীমান্তের কাঁটাতারের ওপারে চারটি বুথের জন্য বিশেষ ব্যবস্থা করল নির্বাচন কমিশন । কড়া নজরদারিতে রয়েছে ভারত-ভুটান ও ভারত-বাংলাদেশ সীমান্ত । ভোট শেষ না পর্যন্ত সিল সীমান্তগুলি ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
কাঁটাতারের ওপারে চারটি বুথ

জলপাইগুড়ি, 17 এপ্রিল: 19 এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট ৷ জেলাগুলির অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরার ওপারে রয়েছে চারটি ইলেকশন বুথ ৷ এই বুথগুলির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । ওপারে থাকা ভোটারদের জন্য এক ঘণ্টা গেট খোলার ব্যবস্থা করা হবে শুক্রবার । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । ইতিমধ্যেই সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ও ভারত-ভুটান সীমান্তের আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে যানবাহন ও দুই দেশের মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন বলেন," ভোটের জন্য ভুটানের সঙ্গে আমরা বৈঠক করেছি । যার যেরকম নিয়ম আছে সেটাই মেনে চলা হবে । ভোটের আগে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে । ভুটানের দিকটা এসএসবি দেখবে এবং ভারত-বাংলাদেশের দিকটা পুরোপুরি বিএসএফ দেখছে । আমাদের আন্তর্জাতিক সীমান্তে চারটে নাকা চেকিং পয়েন্ট আছে । এছাড়া আমাদের জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের চারটি এমন বুথ আছে যা কি না কাঁটাতারের বেরার ওপাশে আছে । ফলে ভোট শুরু হওয়ার এক ঘণ্টা আগে সিএসএফ গেট খুলে দেবে । ভোট দিতে কারও যাতে কোন সমস্যা না হয় তার জন্যও বিএসএফ সবরকমভাবে সাহায্য করবে ।"

জলপাইগুড়ি জেলার একদিকে ভারত-ভুটান সীমান্ত ও অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত । ভারত-ভুটান সীমান্ত রয়েছে 44 কিলোমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে 94 কিলোমিটার । জলপাইগুড়ি জেলার অন্তর্গত নাগরাকাটা, চামুর্চি এলাকায় সীমান্তের ভুটান গেট এসএসবি নিরাপত্তা দেয় । ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফের নিরাপত্তার আওতায় ৷ জলপাইগুড়ি সেক্টরের 52টি বর্ডার আউট পোস্টেই নিরাপত্তা বাড়ানো হয়েছে । কাঁটাতারহীন এলাকায় নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । জলপাইগুড়ি জেলার বাংলাবান্ধা ও কোচবিহার জেলার চ্যারাবান্ধায় আন্তর্জাতিক চেক পোস্টে দুই দেশের যাতায়াত বন্ধ করা হয়েছে । এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সাহায্য নিয়ে নাকা চেকিং করা হচ্ছে । ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের গেট বন্ধ করা হয়েছে । শুক্রবার ভোটপর্ব মিটে গেলে ফের ভারত-ভুটান ও ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ চালু হবে।

আরও পড়ুন:

  1. রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে বিজেপি-গড়ে ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ প্রকাশের
  2. বাংলাকে অনুপ্রবেশকারী-অপরাধীদের কাছে লিজ দিয়েছে তৃণমূল, অভিযোগ মোদির
  3. পাচার সমস্যা, বেকারত্ব! কোচবিহারে কি এবার ঘাসফুল ফুটবে ?

কাঁটাতারের ওপারে চারটি বুথ

জলপাইগুড়ি, 17 এপ্রিল: 19 এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট ৷ জেলাগুলির অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরার ওপারে রয়েছে চারটি ইলেকশন বুথ ৷ এই বুথগুলির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । ওপারে থাকা ভোটারদের জন্য এক ঘণ্টা গেট খোলার ব্যবস্থা করা হবে শুক্রবার । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । ইতিমধ্যেই সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ও ভারত-ভুটান সীমান্তের আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে যানবাহন ও দুই দেশের মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন বলেন," ভোটের জন্য ভুটানের সঙ্গে আমরা বৈঠক করেছি । যার যেরকম নিয়ম আছে সেটাই মেনে চলা হবে । ভোটের আগে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে । ভুটানের দিকটা এসএসবি দেখবে এবং ভারত-বাংলাদেশের দিকটা পুরোপুরি বিএসএফ দেখছে । আমাদের আন্তর্জাতিক সীমান্তে চারটে নাকা চেকিং পয়েন্ট আছে । এছাড়া আমাদের জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের চারটি এমন বুথ আছে যা কি না কাঁটাতারের বেরার ওপাশে আছে । ফলে ভোট শুরু হওয়ার এক ঘণ্টা আগে সিএসএফ গেট খুলে দেবে । ভোট দিতে কারও যাতে কোন সমস্যা না হয় তার জন্যও বিএসএফ সবরকমভাবে সাহায্য করবে ।"

জলপাইগুড়ি জেলার একদিকে ভারত-ভুটান সীমান্ত ও অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত । ভারত-ভুটান সীমান্ত রয়েছে 44 কিলোমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে 94 কিলোমিটার । জলপাইগুড়ি জেলার অন্তর্গত নাগরাকাটা, চামুর্চি এলাকায় সীমান্তের ভুটান গেট এসএসবি নিরাপত্তা দেয় । ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফের নিরাপত্তার আওতায় ৷ জলপাইগুড়ি সেক্টরের 52টি বর্ডার আউট পোস্টেই নিরাপত্তা বাড়ানো হয়েছে । কাঁটাতারহীন এলাকায় নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । জলপাইগুড়ি জেলার বাংলাবান্ধা ও কোচবিহার জেলার চ্যারাবান্ধায় আন্তর্জাতিক চেক পোস্টে দুই দেশের যাতায়াত বন্ধ করা হয়েছে । এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সাহায্য নিয়ে নাকা চেকিং করা হচ্ছে । ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের গেট বন্ধ করা হয়েছে । শুক্রবার ভোটপর্ব মিটে গেলে ফের ভারত-ভুটান ও ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ চালু হবে।

আরও পড়ুন:

  1. রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে বিজেপি-গড়ে ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ প্রকাশের
  2. বাংলাকে অনুপ্রবেশকারী-অপরাধীদের কাছে লিজ দিয়েছে তৃণমূল, অভিযোগ মোদির
  3. পাচার সমস্যা, বেকারত্ব! কোচবিহারে কি এবার ঘাসফুল ফুটবে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.