ETV Bharat / state

মাতৃহারা ডেপুটি মেয়র অতীন ঘোষ, নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:28 PM IST

Atin Ghosh Mother Passed Away: মা হারালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ আজ বুধবার আরজিকর মেডিক্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ গত শনিবার তিনি অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 31 জানুয়ারি: কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা গীতা ঘোষ প্রয়াত হয়েছেন। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর ৷ তার বয়স হয়েছিল 87 বছর। গত শনিবার তিনি অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কলকাতার ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের পুরনো বাড়িতে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হন গীতা ঘোষ। তাঁকে তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। শরীরের 60 শতাংশের বেশি অংশ অগ্নিদগ্ধ হয়েছিল ডেপুটি মেয়রের মায়ের ৷ বার্ধক্যজনিত কারণে চিকিৎসায় খুব একটা সাড়া দিচ্ছিলেন না ৷ তবু লড়াই চালাচ্ছিলেন চিকিৎসকরা। তবে সেই লড়াই শেষ হয় আজ। সকালে তাঁর মৃত্যু হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় অতীন ঘোষের মা পুরনো বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে গিয়েছিলেন। প্রদীপ জ্বালানোর সময় আচমকাই আগুন ধরে যায় তাঁর কাপড়ে ও চাদরে। আতঙ্কে চিৎকার করে তিনি ঘরের বাইরে বেরিয়ে এসেছিলেন। বাডিতে উপস্থিত অতীন ঘোষের দুই ভাই ও তাঁদের স্ত্রী'রা দ্রুত বিছানার চাদর, কম্বল হাতের সামনে পান সেই জড়িয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও তাঁর শরীরের অধিকাংশ আগুনে ঝলসে যায়। এরপর অতীন ঘোষের মা'কে আরজি করের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা দেখে বার্ন ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। সকাল থেকেই বিভিন্ন প্রতিবেশী পরিবার, দলীয় নেতা-কর্মীরা ফুল, মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন হাসপাতাল ও বাড়িতে ।

আরও পড়ুন:

  1. প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ ডেপুটি মেয়রের মা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
  2. এসএসকেএম হাসপাতালের পিছনে থাকা ঝুপড়ি 'ক্রনিক' সমস্যা, বললেন ডেপুটি মেয়র
  3. রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের

কলকাতা, 31 জানুয়ারি: কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা গীতা ঘোষ প্রয়াত হয়েছেন। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর ৷ তার বয়স হয়েছিল 87 বছর। গত শনিবার তিনি অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কলকাতার ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের পুরনো বাড়িতে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হন গীতা ঘোষ। তাঁকে তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। শরীরের 60 শতাংশের বেশি অংশ অগ্নিদগ্ধ হয়েছিল ডেপুটি মেয়রের মায়ের ৷ বার্ধক্যজনিত কারণে চিকিৎসায় খুব একটা সাড়া দিচ্ছিলেন না ৷ তবু লড়াই চালাচ্ছিলেন চিকিৎসকরা। তবে সেই লড়াই শেষ হয় আজ। সকালে তাঁর মৃত্যু হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় অতীন ঘোষের মা পুরনো বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে গিয়েছিলেন। প্রদীপ জ্বালানোর সময় আচমকাই আগুন ধরে যায় তাঁর কাপড়ে ও চাদরে। আতঙ্কে চিৎকার করে তিনি ঘরের বাইরে বেরিয়ে এসেছিলেন। বাডিতে উপস্থিত অতীন ঘোষের দুই ভাই ও তাঁদের স্ত্রী'রা দ্রুত বিছানার চাদর, কম্বল হাতের সামনে পান সেই জড়িয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও তাঁর শরীরের অধিকাংশ আগুনে ঝলসে যায়। এরপর অতীন ঘোষের মা'কে আরজি করের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা দেখে বার্ন ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। সকাল থেকেই বিভিন্ন প্রতিবেশী পরিবার, দলীয় নেতা-কর্মীরা ফুল, মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন হাসপাতাল ও বাড়িতে ।

আরও পড়ুন:

  1. প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ ডেপুটি মেয়রের মা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
  2. এসএসকেএম হাসপাতালের পিছনে থাকা ঝুপড়ি 'ক্রনিক' সমস্যা, বললেন ডেপুটি মেয়র
  3. রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.