ETV Bharat / state

রাহুলের ন্যায় যাত্রায় মানুষের ঢলই কি মমতাকে পদযাত্রায় বাধ্য করল ? প্রশ্ন রাজনৈতিক মহলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 12:46 PM IST

Mamata Banerjee and Rahul Gandhi Yatra: গত সপ্তাহে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে সেই সময়ই বঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছিল ৷

ETV Bharat
রাহুল গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়

মালদা, 1 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তিনি তা শুরু করেছেন উত্তরবঙ্গের উত্তর প্রান্ত কোচবিহার থেকে ৷ কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে তিনি গৌড়বঙ্গের তিন জেলায় বৈঠক করেছেন ৷ উত্তর দিনাজপুর থেকেই তিনি পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

এদিকে এই সময় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে রাজ্যে ৷ আজ সেই যাত্রা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে ঢুকবে ৷ তবে কংগ্রেসের মহামিছিলেনর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ৷ কারণ, রাহুলের যাত্রায় উত্তরের প্রতিটি জেলাতেই মানুষের ঢল লক্ষ করা গিয়েছে ৷ এমনকী মালদা শহরে রাহুলের যাত্রা কার্যত জনপ্লাবনের চেহারা নেয় ৷

এতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচনের মুখে নিজের ক্যারিশমা বজায় রাখতেই কি হঠাৎ পদযাত্রার সিদ্ধান্ত নিলেন তৃণমূলসুপ্রিমো ? মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের কাছে খবর ছিল, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে সরাসরি ডিএসএ ময়দান লাগোয়া মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামতে পারেন ৷ আবার মালদা বিমান বন্দরেও চপার অবতরণের বন্দোবস্ত করে রাখা হয়েছিল ৷

সন্ধ্যার পর মুখ্যমন্ত্রীর দফতর থেকে জেলা প্রশাসনের কাছে নির্দেশ আসে, মালদা পুলিশ লাইন মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে ৷ সেখান থেকে হেঁটে তিনি সভাস্থলে পৌঁছবেন ৷ হঠাৎ সূচি পরিবর্তনে সমস্যায় পড়েন পুলিশ ও প্রশাসনের কর্তারা ৷ এনিয়ে শুধু রাজনৈতিক মহলেই নয়, শাসকদলের অন্দরমহলেও কানাঘুষো শুরু হয়েছে ৷

যদিও জেলা তৃণমূল সহ-সভাপতি দুলাল সরকারের বক্তব্য, "মুখ্যমন্ত্রী মালদায় এলে বেশিরভাগ সময়ই পদযাত্রা করেন ৷ এবারও করেছেন ৷ এনিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না ৷ তিনি সবসময়ই মানুষের পাশে থাকেন ৷ আর ভোটের গন্ধ পেলেই রাহুল গান্ধির মতো নেতাদের দেখতে পাওয়া যায় ৷ অন্য সময় তাঁদের টিকিও দেখা যায় না ৷ তাই রাহুল গান্ধির মতো নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা অর্থহীন ৷"

এদিকে জেলা কংগ্রেসের সহ-সভাপতি অর্জুন হালদার বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাহুলজির কর্মসূচিকে ভয় পেয়েছেন ৷ রাহুলজি যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে ৷ তাই তাঁকে এরাজ্যে কর্মসূচি চালাতে গিয়ে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে ৷ এসব দেখে ভয় পেয়েছে তৃণমূলের নেতৃত্বও ৷ তাই তৃণমূলনেত্রী এখন পদযাত্রা শুরু করেছেন৷ সেটা অবশ্য তিনি করতেই পারেন ৷ এতে বলার কিছু নেই ৷"

আরও পড়ুন:

  1. সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতার
  2. গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না-বলায় হতাশ মালদাবাসী
  3. তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.