ETV Bharat / state

'দিদিমণি' হিসেবে ছেড়ে আসা প্রাথমিক স্কুলের উত্তরণ মাধ্যমিকে, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 6:58 AM IST

Mamata Banerjee School: একটা সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পড়াতেন সেই স্কুল জরাজীর্ণ হয়ে পড়েছিল ৷ এখন তা নতুনভাবে তৈরির কাজ শেষ ৷ 12 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতার হাতেই উদ্বোধন হবে ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কুলে পড়াতেন

কলকাতা, 7 ফেব্রুয়ারি: ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল । একসময় একটি বাড়ি ভাড়া নিয়েই চলত এই প্রাথমিক বিদ্যালয় । এখানে ছাত্রছাত্রীদের পড়াতেন 'দিদিমণি' মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় তাঁর মাসিক বেতন ছিল 60 টাকা । কিন্তু একটা সময় ঝাঁপ বন্ধ হতে বসেছিল জরাজীর্ণ এই স্কুলের । স্মৃতিতে মোড়া দিদিমণির সেই স্কুল এবার পেল নতুন রূপ । প্রাথমিক স্কুল থেকে উত্তরণ ঘটল মাধ্যমিকে । সরকারি ইংরেজি মাধ্যম । 12 ফেব্রুয়ারি নতুনরূপে এই স্কুলের উদ্বোধন করবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ যিনি একদা সেই স্কুলের দিদিমণি ছিলেন ৷

ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের একসময় কাঁসারিপাড়া বর্তমানে পরিচিত অখিলবন্ধু ঘোষ সরণি । এখানেই একটি ভাড়া বাড়িতে চলত মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল । এই প্রাথমিক স্কুলে বাংলা ও ইংরেজির শিক্ষিকা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনীতির ঝোঁক বাড়ার পর ছেড়ে দিয়েছিলেন পড়ানো । বেশ কয়েকমাস আগে এক পুজোর অনুষ্ঠানে ওই চত্বরে গিয়ে সেইসব দিনের স্মৃতির কথাও শুনিয়েছিলেন । কিন্তু স্কুলটি ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় । হাতে গোনা দু-চারজনকে নিয়ে স্কুলটিকে স্থানান্তর করা হয় ভবানীপুর গার্লসে । সম্প্রতি 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং জানতে পারেন ওই স্কুল বাড়ির মালিক সেখানে নির্মাণ করবেন । বিষয়টি তিনি জানান শিক্ষা দফতরকে । এরপরই রাজ্যের স্কুল শিক্ষা দফতর জমিটি নিজেদের হাতে নেয় । স্কুলটির ভবন খোলনলচে বদলে মাধ্যমিকে উত্তীর্ণ করে শুধু নয়, সেটি ইংরেজি মাধ্যমও করা হয় ।

এই বিষয়ে কাউন্সিলর পাপিয়া সিং বলেন, "সেদিনের ওই স্কুলের দিদিমণি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী । তাঁর এই স্মৃতি মুছে দেওয়া যায় না । তাই আর্জি জানিয়েছিলাম । সেই মতো শিক্ষা দফতর নতুন রূপ দিয়েছে । সরকারি ইংরেজি মাধ্যম মাধ্যমিকস্তরের স্কুল করেছে । এতে যেমন দিদির স্মৃতি ধরে রাখতে পারলাম তেমন এলাকার বহু প্রান্তিক ছেলেমেয়ে উপকৃত হবে । বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়া যাদের কাছে দিবাস্বপ্ন তারা সরকারি ইংরেজি মাধ্যমে পড়ে সেই স্বপ্নপূরণ করবে ।

আরও পড়ুন :

  1. নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রচণ্ড শীতে গাছতলাতেই খুদেদের পঠনপাঠন চন্দ্রকোনায়
  2. ঠান্ডায় স্নান করতে ভয় ! পড়ুয়াদের পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ খোদ স্কুলের প্রিন্সিপালের
  3. হাতে গোনা পড়ুয়ায় ধুঁকছে স্কুল, শিক্ষার্থী আনতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের দ্বারস্থ শিক্ষিকারা

কলকাতা, 7 ফেব্রুয়ারি: ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল । একসময় একটি বাড়ি ভাড়া নিয়েই চলত এই প্রাথমিক বিদ্যালয় । এখানে ছাত্রছাত্রীদের পড়াতেন 'দিদিমণি' মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় তাঁর মাসিক বেতন ছিল 60 টাকা । কিন্তু একটা সময় ঝাঁপ বন্ধ হতে বসেছিল জরাজীর্ণ এই স্কুলের । স্মৃতিতে মোড়া দিদিমণির সেই স্কুল এবার পেল নতুন রূপ । প্রাথমিক স্কুল থেকে উত্তরণ ঘটল মাধ্যমিকে । সরকারি ইংরেজি মাধ্যম । 12 ফেব্রুয়ারি নতুনরূপে এই স্কুলের উদ্বোধন করবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ যিনি একদা সেই স্কুলের দিদিমণি ছিলেন ৷

ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের একসময় কাঁসারিপাড়া বর্তমানে পরিচিত অখিলবন্ধু ঘোষ সরণি । এখানেই একটি ভাড়া বাড়িতে চলত মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল । এই প্রাথমিক স্কুলে বাংলা ও ইংরেজির শিক্ষিকা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনীতির ঝোঁক বাড়ার পর ছেড়ে দিয়েছিলেন পড়ানো । বেশ কয়েকমাস আগে এক পুজোর অনুষ্ঠানে ওই চত্বরে গিয়ে সেইসব দিনের স্মৃতির কথাও শুনিয়েছিলেন । কিন্তু স্কুলটি ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় । হাতে গোনা দু-চারজনকে নিয়ে স্কুলটিকে স্থানান্তর করা হয় ভবানীপুর গার্লসে । সম্প্রতি 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং জানতে পারেন ওই স্কুল বাড়ির মালিক সেখানে নির্মাণ করবেন । বিষয়টি তিনি জানান শিক্ষা দফতরকে । এরপরই রাজ্যের স্কুল শিক্ষা দফতর জমিটি নিজেদের হাতে নেয় । স্কুলটির ভবন খোলনলচে বদলে মাধ্যমিকে উত্তীর্ণ করে শুধু নয়, সেটি ইংরেজি মাধ্যমও করা হয় ।

এই বিষয়ে কাউন্সিলর পাপিয়া সিং বলেন, "সেদিনের ওই স্কুলের দিদিমণি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী । তাঁর এই স্মৃতি মুছে দেওয়া যায় না । তাই আর্জি জানিয়েছিলাম । সেই মতো শিক্ষা দফতর নতুন রূপ দিয়েছে । সরকারি ইংরেজি মাধ্যম মাধ্যমিকস্তরের স্কুল করেছে । এতে যেমন দিদির স্মৃতি ধরে রাখতে পারলাম তেমন এলাকার বহু প্রান্তিক ছেলেমেয়ে উপকৃত হবে । বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়া যাদের কাছে দিবাস্বপ্ন তারা সরকারি ইংরেজি মাধ্যমে পড়ে সেই স্বপ্নপূরণ করবে ।

আরও পড়ুন :

  1. নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রচণ্ড শীতে গাছতলাতেই খুদেদের পঠনপাঠন চন্দ্রকোনায়
  2. ঠান্ডায় স্নান করতে ভয় ! পড়ুয়াদের পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ খোদ স্কুলের প্রিন্সিপালের
  3. হাতে গোনা পড়ুয়ায় ধুঁকছে স্কুল, শিক্ষার্থী আনতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের দ্বারস্থ শিক্ষিকারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.