বারাসত, 11 ফেব্রুয়ারি: এবার সন্দেশখালিকাণ্ডে বেসুরো শাসকদলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। উত্তম সর্দারের মতো সন্দেশখালির আরও দুই ত্রাস শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ নেতা শিবু হাজরাকেও গ্রেফতার করা উচিত বলে মনে করেন তৃণমূলের এই বিধায়ক। তাঁর মতে, "ওই দু'জনও গ্রেফতার হবে। যদি পুলিশ চায় ! অন্যায় করলে তাঁকে তো গ্রেফতার হতেই হবে।" এখানেই থেমে থাকেননি তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী !পক্ষান্তরে এই ধরনের অত্যাচারী নেতাদের নিয়ে তিনি যে আলোচনা করতে চান না, তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। শাহজাহান এবং তাঁর অনুগত শিবু হাজরা ইস্যুতে দলের অবস্থানের বিপরীত পথেই হেঁটেছেন তৃণমূলের এই বিধায়ক।
নবরূপে সজ্জিত 'সিরাজ উদ্যান' পার্কের সূচনা অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র বারাসতে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালি বিক্ষোভ-কাণ্ড নিয়ে মুখ খোলেন চিরঞ্জিত। গ্রামের মহিলাদের আন্দোলনকে এদিন 'ছোট্ট' আন্দোলন অ্যাখা দিয়ে এনিয়ে কটাক্ষের সুরও শোনা যায় বিধায়কের গলায়। তাঁর কথায়, "সন্দেশখালি বিধানসভার মতো এত বড় এলাকা । যেখানে জনসংখ্যা কয়েক লক্ষ ! সেখানে হাতে গোনা কয়েকজন কাটারি, লাঠি, ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন । দেখে মনে হয়েছে, এটা জনতার কোনও আন্দোলন নয় ! হঠাৎই কোনও ঘটনার যেন পালটা উত্তর দেওয়া হচ্ছে ৷ তা না হলে বেশি লোকের জমায়েত হত। ফ্রেন্ডস রেভোলিউশন বড় আকারে হয়। এত ছোট রেভোলিউশন হয় না। বড্ড ছোট হয়ে গিয়েছে।"
এরপরও কি শাহজাহান-শিবু গ্রেফতার হবে ? এই প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, "পুলিশ চেষ্টা করছে তাঁদের খুঁজে বের করার ! আশা করব, তাঁরা গ্রেফতার হবে। পুলিশ ধরতে পারবে। পুলিশের সঙ্গে যা হচ্ছে! পুলিশ কী চাইছে, না চাইছে সেটা দেখা যাক।" এদিকে, গ্রাম্য আন্দোলনের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের পার্থক্য বোঝাতে গিয়ে আজব যুক্তি খাঁড়া করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, "সন্দেশখালিতে গ্রামের মহিলাদের পিছনে কারও না কারও অভিসন্ধি রয়েছে। কিন্তু, রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগঠিত! এর মধ্যে গ্রাম্য মহিলাদের কোনও চেহারা থাকে না। অন্য রকম চেহারা । পলিস চেহারা ৷" অন্যদিকে, শাহজাহান-শিবু-উত্তম'দের মতো সুযোগসন্ধানী নেতারা সবসময় শাসকদলের দিকে ভিড়ে যাওয়ার চেষ্টা করে বলেও বিস্ফোরক দাবি করেছেন শাসকদলের এই বিধায়ক।
আরও পড়ুন :
চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন
তৃণমূলের পর প্রার্থী ঘোষণা বিজেপির, রাজ্যসভা নির্বাচনে পদ্ম-প্রার্থী শমীক
যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর