ETV Bharat / politics

তৃণমূলের পর প্রার্থী ঘোষণা বিজেপির, রাজ্যসভা নির্বাচনে পদ্ম-প্রার্থী শমীক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 8:24 PM IST

BJP nominates Samik Bhattacharya as Candidate for Rajya Sabha: শমীক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় আরএসএস নেতৃত্বের একটি অংশ। তাদের যুক্তি, এমন কাউকে রাজ্যসভায় পাঠানো হোক, যিনি দলের পুরনো এবং পরিচিত মুখ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 11 ফেব্রুয়ারি: রাজ্যসভা নির্বাচনে শমীক ভট্টাচার্যের উপরই আস্থা রাখল পদ্ম শিবির ৷ চূড়ান্ত হল রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম। জানা গিয়েছে, রাজ্যসভা নির্বাচনে এবার বঙ্গের গেরুয়া শিবির থেকে প্রার্থী হচ্ছেন দলের প্রধান মুখ্যপাত্র শমীক ভট্টাচার্য। শমীক একদিকে যেমন দলের প্রধান মুখপাত্র অন্যদিকে তেমনই অনেক দিন ধরে দল করছেন। মানুষ তাঁকে চেনেন। এছাড়াও আরএসএস-এর একাংশও শমিকের উপরই ভরসা রেখেছেন ।

সূত্রের খবর, শমীক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় আরএসএস নেতৃত্বের একটি অংশ। তাদের যুক্তি, এমন কাউকে রাজ্যসভায় পাঠানো হোক, যিনি দলের পুরনো এবং পরিচিত মুখ। সূত্রের খবর, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে বসেছিল একটি উচ্চপর্যায়ের বৈঠক। এর আগে একাধিক প্রার্থীর নাম সহ তালিকা পাঠানো হয়েছিল দিল্লিতে। শেষমেশ শমীকের নামই চূড়ান্ত হয়।

আগামী 27 তারিখ রাজ্যসভার নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে দেশের 15 টি রাজ্যে 56টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে বাংলাও। নির্বাচন হবে আগামী 27 ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি। রাজ্যে রাজ্যসভায় মোট পাঁচটি আসনে ভোট হবে। এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল কংগ্রেসের এবং একটি বিজেপির।

দলীয় সূত্রে আগেই জানা গিয়েছিল যে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে অনির্বাণ গাঙ্গুলি, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ, মিঠুন চক্রবত্তী, স্বপন দাসগুপ্ত, রুপা গাঙ্গুলি, শমীক ভট্টাচার্য্য, দীনেশ ত্রিবেদী ও তমলুকের কীর্তন শিল্পী কসিদ্ধার্থশঙ্কর নস্করের নাম ভাবা হচ্ছে। শেষমেশ শমীককেই বেছে নেওয়া হয়। গতবারে রাজ্যসভা নির্বাচনে কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের অনন্ত রায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়া পাঁচ জনের মধ্যে চার জন হলেন নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেন।

আরও পড়ুন

আজ মিঠুন হাসপাতালেই! 'মহাগুরু'কে দেখতে গেলেন সুভাষ-জায়া রমলা

'মমতার আশ্রয়ে কালীঘাটে রয়েছেন শাহজাহান', বিস্ফোরক দাবি শুভেন্দুর

সন্দেশখালিতে 'ননসেন্স গেম' বন্ধের নির্দেশ, ভিডিয়োবার্তা রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.