ETV Bharat / state

নাইসা আধিকারিকরাই অত্যন্ত দক্ষতার সঙ্গে নম্বর বাড়াত, দাবি সিবিআইয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 3:47 PM IST

Recruitment Scam: নাইসা আধিকারিকরা নিয়োগ দুর্নীতিতে জড়িত এবং তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে নম্বর বাড়াতেন ৷ এমনই দাবি করেছে সিবিআই ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সিবিআই সূত্রে জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের উত্তরপত্র স্ক্যান এবং সফল পরীক্ষার্থীদের নামের তালিকা তৈরির দায়িত্বে থাকা বিশেষ সংস্থা ‘নাইসা’-র একাধিক কর্মী নিয়োগ দুর্নীতিতে যুক্ত । তাঁদের নামের একটি তালিকা বানিয়েছে সিবিআই । এই বিষয়ে একটি ব্যাখ্যা ইতিমধ্যেই আদালতে দিয়েছে সিবিআই । উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই রকম ভাবে দুর্নীতি হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ ।

সিবিআই সূত্রে খবর, নাইসা উত্তরপত্র স্ক্যান করে পরীক্ষার ফলাফলের তালিকা তৈরির বরাত পেলেও তারা স্ক্যান করার দায়িত্ব অন্য সংস্থাকে দিয়েছিল । সেই সংস্থা কলকাতায় এসে কমিশন এবং নাইসার আধিকারিকদের সামনেই স্ক্যান করে । সেই তথ্য নাইসাকে দেওয়া হয় । পরবর্তীকালে সেই তথ্য বিকৃত করা হয় ।

তদন্তকারীদের দাবি, কোন কোন পরীক্ষার্থীর লিখিত এবং টাইপিং পরীক্ষার নম্বর বাড়াতে হবে, তার তালিকা নীলাদ্রি দাস-সহ নাইসার আধিকারিকদের কাছে গিয়েছিল । পরে নীলাদ্রি পৃথক একটি সংস্থা খুলে পঙ্কজ বনশল-সহ নাইসার কয়েকজন কর্মীকে সেই সংস্থায় নিযুক্ত করেন । অভিযোগ, নাইসার সার্ভার থেকে তাঁরা যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছিলেন এবং পরীক্ষার্থীরা কমিশনের কাছে আরটিআই করলে নীলাদ্রিরা সেই তথ্য সরবরাহ করতেন বলে খবর ।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই তারা আদালতে জানিয়েছে যে, তারা নাইসার উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিক-সহ নিচুতলার ক্লার্ক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মীর নামের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছে ৷ পরবর্তী সময়ে তারা আদালতের কাছে এই আর্জি জানাবে যে, যাতে পরীক্ষার্থীদের নম্বর কীভাবে বাড়ানো হয়েছিল, তার বিশদ বয়ান রেকর্ড করার জন্য সেই সব আধিকারিকদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷

সিবিআই সূত্রে খবর, একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক রয়েছে নাইসার একজন কর্ণধারের ৷ আর এই সুসম্পর্কের নিরিখেই নাইসা ওএমআর শিট প্রস্তুতের বরাত পেয়েছিল ৷ যার বরাত দেওয়া হয়েছিল কালীঘাট থেকে ৷ সিবিআই সূত্রে খবর, এর আগে নাইসার কর্ণধারকে ডেকে প্রায় দু'বার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ নাইসার কর্ণধারের দেওয়া সেই বয়ানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কর্মীদের বয়ান মিলিয়ে দেখা এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

আরও পড়ুন:

  1. এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত শেষ, হাইকোর্টে জানাল সিবিআই
  2. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
  3. কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, হালহকিকত জানতে দফায় দফায় বৈঠকে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সিবিআই সূত্রে জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের উত্তরপত্র স্ক্যান এবং সফল পরীক্ষার্থীদের নামের তালিকা তৈরির দায়িত্বে থাকা বিশেষ সংস্থা ‘নাইসা’-র একাধিক কর্মী নিয়োগ দুর্নীতিতে যুক্ত । তাঁদের নামের একটি তালিকা বানিয়েছে সিবিআই । এই বিষয়ে একটি ব্যাখ্যা ইতিমধ্যেই আদালতে দিয়েছে সিবিআই । উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই রকম ভাবে দুর্নীতি হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ ।

সিবিআই সূত্রে খবর, নাইসা উত্তরপত্র স্ক্যান করে পরীক্ষার ফলাফলের তালিকা তৈরির বরাত পেলেও তারা স্ক্যান করার দায়িত্ব অন্য সংস্থাকে দিয়েছিল । সেই সংস্থা কলকাতায় এসে কমিশন এবং নাইসার আধিকারিকদের সামনেই স্ক্যান করে । সেই তথ্য নাইসাকে দেওয়া হয় । পরবর্তীকালে সেই তথ্য বিকৃত করা হয় ।

তদন্তকারীদের দাবি, কোন কোন পরীক্ষার্থীর লিখিত এবং টাইপিং পরীক্ষার নম্বর বাড়াতে হবে, তার তালিকা নীলাদ্রি দাস-সহ নাইসার আধিকারিকদের কাছে গিয়েছিল । পরে নীলাদ্রি পৃথক একটি সংস্থা খুলে পঙ্কজ বনশল-সহ নাইসার কয়েকজন কর্মীকে সেই সংস্থায় নিযুক্ত করেন । অভিযোগ, নাইসার সার্ভার থেকে তাঁরা যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছিলেন এবং পরীক্ষার্থীরা কমিশনের কাছে আরটিআই করলে নীলাদ্রিরা সেই তথ্য সরবরাহ করতেন বলে খবর ।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই তারা আদালতে জানিয়েছে যে, তারা নাইসার উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিক-সহ নিচুতলার ক্লার্ক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মীর নামের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছে ৷ পরবর্তী সময়ে তারা আদালতের কাছে এই আর্জি জানাবে যে, যাতে পরীক্ষার্থীদের নম্বর কীভাবে বাড়ানো হয়েছিল, তার বিশদ বয়ান রেকর্ড করার জন্য সেই সব আধিকারিকদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷

সিবিআই সূত্রে খবর, একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক রয়েছে নাইসার একজন কর্ণধারের ৷ আর এই সুসম্পর্কের নিরিখেই নাইসা ওএমআর শিট প্রস্তুতের বরাত পেয়েছিল ৷ যার বরাত দেওয়া হয়েছিল কালীঘাট থেকে ৷ সিবিআই সূত্রে খবর, এর আগে নাইসার কর্ণধারকে ডেকে প্রায় দু'বার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ নাইসার কর্ণধারের দেওয়া সেই বয়ানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কর্মীদের বয়ান মিলিয়ে দেখা এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

আরও পড়ুন:

  1. এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত শেষ, হাইকোর্টে জানাল সিবিআই
  2. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
  3. কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, হালহকিকত জানতে দফায় দফায় বৈঠকে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.