ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:48 PM IST

Madhyamik Examinee: মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যডমিট কার্ড না দেওয়ায় স্কুল কর্তৃপক্ষকে 50 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ সঙ্গে ওই পরীক্ষার্থী যাতে মাধ্যমিক দিতে পারে তাই 29 জানুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষকে অ্যাডমিট এনে দিতে বলা হয়েছে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল

বোলপুর, 25 জানুয়ারি: দশম শ্রেণির ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ এর জন্য স্কুলকে 50 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি 29 জানুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষার্থী অলিভিয়া বিশ্বাসকে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ যদিও, এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কেউ কোন মন্তব্য করতে চাননি । তবে আদালতের রায়ে খুশি ছাত্রীর পরিবার ৷

বোলপুরের জাম্বুনীর বাসিন্দা পার্থ বিশ্বাস ও সাথী বিশ্বাস ৷ তাঁদের মেয়ে অলিভিয়া বিশ্বাস ৷ শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী সে ৷ এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে অলিভিয়া ৷ 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তবে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তাকে ৷ এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই ছাত্রীর পরিবার ।

অলিভিয়ার পরিবারের দাবি, নিয়ম মাফিক মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড পেতে রেজিষ্ট্রেশন করে পড়ুয়ারা । একইভাবে রেজিস্ট্রেশন করে অলিভিয়াও ৷ কিন্তু বাকি পড়ুয়াদের অযাডমিট কার্ড এলেও তার আসেনি ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষর দ্বারস্থ হন ছাত্রীর বাবা-মা । স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন ছাত্রীর ভুলের জন্যই আসেনি অ্যাডমিট কার্ড । জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষায় বসতে পারবে না বলে ভেঙে পড়ে অলিভিয়া । তাই তার পরিবার অ্যাডমিট কার্ড পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ এই মামলায় হাইকোর্ট স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দেয়, 29 জানুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড এনে ছাত্রীর হাতে তুলে দিতে হবে ৷ পাশাপাশি, এভাবে ছাত্রীকে হেনস্থার জন্য স্কুল কর্তৃপক্ষকে 50 হাজার টাকা জরিমানা করে আদালত ।

ছাত্রীর মা সাথী বিশ্বাস বলেন, "হাইকোর্টের রায়ে আমরা খুব খুশি । স্কুল কর্তৃপক্ষর গাফিলতির জন্য আমার মেয়ে অ্যাডমিট কার্ড পাচ্ছিল না । আমরা স্কুলে গিয়ে বারবার বলা সত্ত্বেও তারা আমাদের ভুল ছিল বলে ফিরিয়ে দিয়েছিল ৷ তাই উপায় না দেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ৷" অলিভিয়া বলে, "পরীক্ষাটা দিতে পারব না ভেবে ভেঙে পড়েছিলাম । হাইকোর্টের রায়ের পর এবার পরীক্ষা দিতে পারব ৷ খুব ভালো লাগছে ।"

আরও পড়ুন:

  1. কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল ? পর্ষদের কাছে জবাব চাইল হাইকোর্ট
  2. মাধ্যমিকের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করার দাবি, হাইকোর্টে পড়ুয়ারা
  3. মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি! নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল

বোলপুর, 25 জানুয়ারি: দশম শ্রেণির ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ এর জন্য স্কুলকে 50 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি 29 জানুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষার্থী অলিভিয়া বিশ্বাসকে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ যদিও, এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কেউ কোন মন্তব্য করতে চাননি । তবে আদালতের রায়ে খুশি ছাত্রীর পরিবার ৷

বোলপুরের জাম্বুনীর বাসিন্দা পার্থ বিশ্বাস ও সাথী বিশ্বাস ৷ তাঁদের মেয়ে অলিভিয়া বিশ্বাস ৷ শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী সে ৷ এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে অলিভিয়া ৷ 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তবে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তাকে ৷ এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই ছাত্রীর পরিবার ।

অলিভিয়ার পরিবারের দাবি, নিয়ম মাফিক মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড পেতে রেজিষ্ট্রেশন করে পড়ুয়ারা । একইভাবে রেজিস্ট্রেশন করে অলিভিয়াও ৷ কিন্তু বাকি পড়ুয়াদের অযাডমিট কার্ড এলেও তার আসেনি ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষর দ্বারস্থ হন ছাত্রীর বাবা-মা । স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন ছাত্রীর ভুলের জন্যই আসেনি অ্যাডমিট কার্ড । জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষায় বসতে পারবে না বলে ভেঙে পড়ে অলিভিয়া । তাই তার পরিবার অ্যাডমিট কার্ড পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ এই মামলায় হাইকোর্ট স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দেয়, 29 জানুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড এনে ছাত্রীর হাতে তুলে দিতে হবে ৷ পাশাপাশি, এভাবে ছাত্রীকে হেনস্থার জন্য স্কুল কর্তৃপক্ষকে 50 হাজার টাকা জরিমানা করে আদালত ।

ছাত্রীর মা সাথী বিশ্বাস বলেন, "হাইকোর্টের রায়ে আমরা খুব খুশি । স্কুল কর্তৃপক্ষর গাফিলতির জন্য আমার মেয়ে অ্যাডমিট কার্ড পাচ্ছিল না । আমরা স্কুলে গিয়ে বারবার বলা সত্ত্বেও তারা আমাদের ভুল ছিল বলে ফিরিয়ে দিয়েছিল ৷ তাই উপায় না দেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ৷" অলিভিয়া বলে, "পরীক্ষাটা দিতে পারব না ভেবে ভেঙে পড়েছিলাম । হাইকোর্টের রায়ের পর এবার পরীক্ষা দিতে পারব ৷ খুব ভালো লাগছে ।"

আরও পড়ুন:

  1. কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল ? পর্ষদের কাছে জবাব চাইল হাইকোর্ট
  2. মাধ্যমিকের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করার দাবি, হাইকোর্টে পড়ুয়ারা
  3. মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি! নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.