ETV Bharat / state

স্টেজেই মৃত্যু শিল্পীর ! বন্ধ করে দেওয়া হল ভাটপাড়া উৎসব

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 8:44 AM IST

Updated : Jan 27, 2024, 9:32 AM IST

Artist dies in Stage: নাচ শেষে অনুষ্ঠান মঞ্চ থেকে নামার সময় মৃত্যু হল এক শিল্পীর ৷ ভাটপাড়া উৎসবে বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে ৷

Etv Bharat
মৃত শিল্পী সজল বাড়ুই
শিল্পীর মৃত্যুতে ভাটপাড়া উৎসব কমিটির কর্মকর্তার বক্তব্য

ব‍্যারাকপুর, 26 জানুয়ারি: পারফর্ম শেষে স্টেজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী । মৃতের নাম সজল বাড়ুই । মর্মান্তিক এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে গেল ভাটপাড়া উৎসব । গোটা ঘটনায় স্তম্ভিত উৎসব কমিটির কর্মকর্তারা । বুঝেই উঠতে পারছেন না কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল ৷ তবে,অনেকেই অভিযোগ করছেন মঞ্চের ইলেকট্রিকের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শিল্পীর । যদিও তা মানতে চায়নি উৎসব কমিটি । ফলে, শিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা । পুলিশ অবশ্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

19 জানুয়ারি থেকে শুরু হয়েছে ভাটপাড়া উৎসব । বৃহস্পতিবার রাতে সেখানেই পারফর্ম করতে এসেছিলেন 'ছন্দকী' নৃত‍্যকলা কেন্দ্রের শিল্পীরা । দলে প্রায় 10 থেকে 12 জন ছিলেন । তার মধ্যে বছর বাইশের সজলও এসেছিল নৃত্যানুষ্ঠানে পারফর্ম করতে । তাঁর বাড়ি কল‍্যাণীতে । অভিযোগ, নাচের অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামার মুহূর্তে হঠাৎই সজলের পায়ে খোলা তারের অংশ জড়িয়ে যায় । তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিল্পী । সেই দৃশ্য দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অন‍্যান‍্য শিল্পীরা । শুরু হয় হইচই । এরপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই নৃত্যশিল্পীকে । ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় । বন্ধ করে দেওয়া হয় উৎসব ।

এদিকে, ঘটনার পর উৎসব কমিটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে । এই বিষয়ে উৎসব কমিটির কর্মকর্তা তথা ভাটপাড়া পৌরসভার পৌর-পারিষদ অমিত গুপ্তা বলেন,"প্রথমে দুটি নাচের দলের অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃতীয় নাচের দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সজল বাড়ুই । নাচ শেষ করে তিনি মঞ্চ থেকে নামার সময় হঠাৎই পড়ে যান । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা অনেকেই বলছে । কিন্তু, সেটা হলে তো আরও অনেকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভবনা থাকত ! সেটা হয়নি । এটা সম্পূর্ণ তদন্তের বিষয় । তবে, এটুকু বলব এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত । নিহতের পরিবারের পাশে রয়েছি আমরা ।"

আরও পড়ুন :

  1. সীতাহরণ অভিনয়ের সময় লুটিয়ে পড়লেন রাবণ, দশেরার আগে যোগীরাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা
  2. মালাবদলের পর লুটিয়ে পড়লেন মঞ্চে, হাসপাতালের পথে মৃত্যু কনের
  3. স্টেজে ওঠার আগে কেকে বলেছিলেন, আসছি ! মনখারাপের স্মৃতি আগলে সোনিয়া

শিল্পীর মৃত্যুতে ভাটপাড়া উৎসব কমিটির কর্মকর্তার বক্তব্য

ব‍্যারাকপুর, 26 জানুয়ারি: পারফর্ম শেষে স্টেজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী । মৃতের নাম সজল বাড়ুই । মর্মান্তিক এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে গেল ভাটপাড়া উৎসব । গোটা ঘটনায় স্তম্ভিত উৎসব কমিটির কর্মকর্তারা । বুঝেই উঠতে পারছেন না কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল ৷ তবে,অনেকেই অভিযোগ করছেন মঞ্চের ইলেকট্রিকের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শিল্পীর । যদিও তা মানতে চায়নি উৎসব কমিটি । ফলে, শিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা । পুলিশ অবশ্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

19 জানুয়ারি থেকে শুরু হয়েছে ভাটপাড়া উৎসব । বৃহস্পতিবার রাতে সেখানেই পারফর্ম করতে এসেছিলেন 'ছন্দকী' নৃত‍্যকলা কেন্দ্রের শিল্পীরা । দলে প্রায় 10 থেকে 12 জন ছিলেন । তার মধ্যে বছর বাইশের সজলও এসেছিল নৃত্যানুষ্ঠানে পারফর্ম করতে । তাঁর বাড়ি কল‍্যাণীতে । অভিযোগ, নাচের অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামার মুহূর্তে হঠাৎই সজলের পায়ে খোলা তারের অংশ জড়িয়ে যায় । তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিল্পী । সেই দৃশ্য দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অন‍্যান‍্য শিল্পীরা । শুরু হয় হইচই । এরপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই নৃত্যশিল্পীকে । ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় । বন্ধ করে দেওয়া হয় উৎসব ।

এদিকে, ঘটনার পর উৎসব কমিটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে । এই বিষয়ে উৎসব কমিটির কর্মকর্তা তথা ভাটপাড়া পৌরসভার পৌর-পারিষদ অমিত গুপ্তা বলেন,"প্রথমে দুটি নাচের দলের অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃতীয় নাচের দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সজল বাড়ুই । নাচ শেষ করে তিনি মঞ্চ থেকে নামার সময় হঠাৎই পড়ে যান । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা অনেকেই বলছে । কিন্তু, সেটা হলে তো আরও অনেকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভবনা থাকত ! সেটা হয়নি । এটা সম্পূর্ণ তদন্তের বিষয় । তবে, এটুকু বলব এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত । নিহতের পরিবারের পাশে রয়েছি আমরা ।"

আরও পড়ুন :

  1. সীতাহরণ অভিনয়ের সময় লুটিয়ে পড়লেন রাবণ, দশেরার আগে যোগীরাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা
  2. মালাবদলের পর লুটিয়ে পড়লেন মঞ্চে, হাসপাতালের পথে মৃত্যু কনের
  3. স্টেজে ওঠার আগে কেকে বলেছিলেন, আসছি ! মনখারাপের স্মৃতি আগলে সোনিয়া
Last Updated : Jan 27, 2024, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.