ETV Bharat / state

'সুরা'তে বসতে লক্ষ্মী ! গতবছরের থেকে হাজার কোটির বেশি মদ বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের - Record Liquor Sale in Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 6:03 PM IST

Updated : May 15, 2024, 9:34 PM IST

Record Liquor Sale in Bengal: সুরাতে বসতে লক্ষ্মী ৷ গতবছরের তুলনায় এক হাজার কোটি টাকারও বেশি মদ বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের ৷

ETV BHARAT
মদ বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের (ফাইল চিত্র)

মদ বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের (ইটিভি ভারত)

দার্জিলিং, 15 মে: 'সুরা'তে উপচে পড়ল রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার ৷ এ বছর মদ বিক্রি করে রেকর্ড পরিমাণ আয় করেছে রাজ্য সরকার । গতবার অর্থাৎ 2022-23 আর্থিক বছরের তুলনায় 2023-24 আর্থিক বছরে মদ থেকে হাজার কোটি টাকারও বেশি আয় করেছে এ রাজ্য । হাজার কোটি টাকারও বেশি মদ বিক্রি করে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর ও আলিপুর ৷

2021-22 আর্থিক বছরে রাজ্যে 18 হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল । কর আদায় হয়েছিল 11 হাজার কোটি টাকার মতো । 2022 সালে তা বেড়ে 21 হাজার কোটি টাকার মদ বিক্রি করে রাজ্য সরকার । তার থেকে কর আদায় হয়েছিল প্রায় 15 হাজার কোটি টাকা । 2023-24 আর্থিক বছরে এই ক্ষেত্রে আয় বেড়ে হয় 23 হাজার কোটি টাকা । কর আদায় হয়েছে 17 হাজার কোটি টাকা ।

এই বিষয়ে জলপাইগুড়ির সহকারী আবগারি অধিকর্তা সুজিত দাস বলেন, "উত্তরবঙ্গ থেকেও খুব ভালো মদ বিক্রি হয়েছে । যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা আমরা ছাপিয়ে গিয়েছি । পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো আন্তঃরাজ্য সীমান্ত থেকে অবৈধ মদ পাচারে আমরা ভালো রাশ টানতে পেরেছি । এছাড়াও জাল মদের কারখানা সাফল্যের সঙ্গে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে ।"

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, 2023-24 আর্থিক বছরে 23 হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল । সেই লক্ষ্যমাত্রা পার করে 23 হাজার 125 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিভিশনের অধীনে থাকা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে 2 হাজার 655 কোটি 72 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে ।

এদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় গত এক বছরে 1599 কোটি, পশ্চিম বর্ধমানে 1259 কোটি, উত্তর 24 পরগনা (গ্রামীণ)-এ 1171 কোটি, নদিয়ায় 1180 কোটি, ব্যারাকপুরে 1160 কোটি ও আলিপুরে 1155 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । পাশাপাশি পূর্ব বর্ধমান 906 কোটি, পশ্চিম মেদিনীপুর 974 কোটি, কলকাতা (উত্তর) 942 কোটি, জলপাইগুড়ি 916 কোটি, হাওড়ায় (শিল্পাঞ্চল) 935 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ।

এ ছাড়া আলিপুরদুয়ারে 321 কোটি, আরামবাগে 497 কোটি, বাঁকুড়ায় 589 কোটি, বারুইপুরে 32 কোটি, বহরমপুরে 413 কোটি, বিধাননগরে 744 কোটি, বীরভূমে 614 কোটি, চন্দননগরে 539 কোটি, কোচবিহারে 649 কোটি, দক্ষিণ দিনাজপুরে 183 কোটি, দার্জিলিং 725 কোটি, ডায়মন্ড হারবারে 642 কোটি, হাওড়া (গ্রামীণ)-এ 536 কোটি, জঙ্গিপুরে 449 কোটি, ঝাড়গ্রাম 171 কোটি, কলকাতা দক্ষিণে 865 কোটি, মালদায় 635 কোটি, পুরুলিয়ায় 494 কোটি, সিঙ্গুরে 381 কোটি, সুন্দরবনে 376 কোটি, উত্তর দিনাজপুর জেলায় 450 কোটি টাকার মদ বিক্রি করেছে । সব থেকে কম মদ বিক্রি হয়েছে কালিম্পং জেলায় । মাত্র 43 কোটি টাকা ।

আরও পড়ুন:

  1. প্রায় 35 লক্ষ টাকার নকল মদ আটক করল আবগারি দফতর, গ্রেফতার 2
  2. মোদির রাজ্যে বৈধ হল মদ, সরকারি বিবৃতিতে নয়া বিতর্ক
  3. পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হল 620 কোটি টাকার, নবমীতেই আয় 200 কোটি
Last Updated : May 15, 2024, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.