ETV Bharat / state

নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 10:44 PM IST

Child Death due to Landslide in Chopra: গ্রামেই নিকাশিনালা কাটা হচ্ছিল ৷ আর সেই কাজ দেখতে গিয়েই মাটি ধসে তার নীচে চাপা পড়ে মৃত্যু 4 শিশুর ৷ ঘটনায় বিএসএফকে দুষেছে বাংলার শাসক শিবির।

Etv Bharat
চোপড়ায় শিশু মৃত্যু

শিশুমৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দার বক্তব্য

চোপড়া, 12 ফেব্রুয়ারি: বিএসএফের ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশুর মৃত্যু ৷ সোমবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার চেতনাগছ গ্রামে। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানরা শিশুদের দেহগুলি মাটির নীচ থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে, এই ঘটনায় বিএসএফকেই দুষেছে তৃণমূল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশিনালা ছিল । সেগুলি বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল । সেই সময় এলাকার বেশ কিছু শিশুও সেই কাজ দেখতে গিয়েছিল । আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায় । তাতেই মাটির তলায় চাপা পড়ে চার শিশু ।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান । ঘটনাস্থলে আসে বিএসএফ জওয়ান ও চোপড়া থানার পুলিশ । স্থানীয় বাসিন্দা আবদুল মানির কথায়,"চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে এলাকায় জেসিবি দিয়ে নিকাশিনালা কাটার কাজ চলছিল । এলাকার বেশ কিছু শিশু সেখানে দেখতে গিয়েছিল সেই সময় আচমকাই মাটি ধসে তার নীচে চাপা পড়ে যায় চারজন শিশু । আমি পৌঁছনোর সঙ্গে সঙ্গে দুটি শিশুকে আমার হাতে তুলে দিল । ওই সময় শিশু দুটি শ্বাস নিচ্ছিল। আমি নিয়ে যেতে যেতেই তাদের মৃত্যু হয়। মোট চারজন শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায় ।"

অন্যদিকে বিএসএফের এক জওয়ান জানিয়েছেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তিনি জানেন না ৷ তড়িঘড়ি ওই শিশুদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। অপরদিকে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জেবি থমাস জানিয়েছেন, বিএসএফের তরফ থেকে জেসিবি দিয়ে নিকাশিনালার কাজ চলাকালীন মাটি চাপা পড়ে 4 শিশু মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন :

  1. শিশুমৃত্যুর ঘটনায় বিএসএফকে নিশানা করে রাজ্যপালকে প্রশ্নবাণ চন্দ্রিমার
  2. শিশু মৃত্যুর 9 দিন পর প্রকাশ্যে কারণ, আবাসনের মধ্যে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয় খুদে!
  3. 21 ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার কুয়োয় পড়ে যাওয়া শিশু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.